নিজস্ব প্রতিবেদক :: দেশের বাজারে দুই মডেলের স্মর্টফোনের দাম কামিয়েছে বিশ্বের মোবাইলফোন নির্মাতা প্রতিষ্ঠান মটোরোলা। মডেল দুটি হলো মটো জি৮ পাওয়ার লাইট এবং মটো জি৯ প্লে। গত মাসেই বাংলাদেশের বাজারে সফলভাবে তিনটি স্মার্টফোন উন্মোচন করে বাংলাদেশে মটোরোলার ন্যাশনাল পার্টনার সেলেক্সট্রা লিমিটেড। নতুন দাম অনুযায়ী ক্রেতারা এখন থেকে মটো জি৮ পাওয়ার লাইট ফোনটি ১৩ হাজার ৯৯৯ এবং মটো জি৯ প্লে ফোনটি ১৬ হাজার ৯৯৯ টাকায় কিনতে পারবেন।
মটো জি৯ প্লে: মটোরোলার জি পরিবারে মটো জি৯ প্লে একটি নতুন সংযোজন। ফোনটিতে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৬২ প্রসেসর, ৪৮ মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা, ৪ জিবি র্যাম ও ১২৮ জিবি রম, ২০ ওয়াটের টার্বো পাওয়ার চার্জিং সুবিধাসহ ৫০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি রয়েছে।
মটো জি৮ পাওয়ার লাইট: ফোনটি সম্প্রতি বাংলাদেশের বাজারে উন্মোচন করা হয়েছে, যা আলটিমেট পাওয়ারহাউজ হিসেবে সবার কাছে পরিচিত। ফোনটিতে ১৬ মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা, ৪ জিবি র্যাম ও ৬৪ জিবি রম, ৫০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি রয়েছে। ফোন দুটি গ্যাজেট অ্যান্ড গিয়ার এবং দেশের স্মার্টফোন শপগুলোতে পাওয়া যাবে। এছাড়া মটোরোলার অনলাইন পার্টনার দারাজ থেকেও ফোন দুটি কেনা যাবে।
মটোরোলার ন্যাশনাল পার্টনার সেলেক্সট্রা লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সাকিব আরাফাত বলেন, ‘বাংলাদেশের ক্রেতাদের কাছ থেকে বিপুল সাড়া পেয়ে আমরা এখন অফলাইন চ্যানেলগুলোর প্রতি নজর দিচ্ছি।
বিডি প্রেসরিলিস /১৩ জানুয়ারি ২০২১ /এমএম
Posted on জানুয়ারি ২৮th, ২০২১
Posted on জানুয়ারি ২৭th, ২০২১
Posted on জানুয়ারি ২৭th, ২০২১
Posted on জানুয়ারি ২৭th, ২০২১
Posted on জানুয়ারি ২৭th, ২০২১
Posted on জানুয়ারি ২৭th, ২০২১
Posted on জানুয়ারি ২৭th, ২০২১
Posted on জানুয়ারি ২৭th, ২০২১
Posted on জানুয়ারি ২৫th, ২০২১
Posted on জানুয়ারি ২৪th, ২০২১