Follow us

দায়িত্বপ্রাপ্ত প্রধান বিচারপতিকে সহযোগিতা করব: আইনমন্ত্রী

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, দায়িত্বপ্রাপ্ত প্রধান বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞাকে সব ধরনের সহযোগিতা করা হবে।

আজ বৃহস্পতিবার বেলা দুইটার দিকে আইনমন্ত্রী দায়িত্বরত প্রধান বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করতে যান। প্রায় এক ঘণ্টা তিনি সেখানে অবস্থান করে বাইরে এসে সাংবাদিকদের এ কথা বলেন।

আনিসুল হক বলেন, ‘এটি সৌজন্য সাক্ষাৎ। তিনি দায়িত্বভার গ্রহণ করেছেন। ওনার দায়িত্ব পালনে আমার সম্পূর্ণ সহযোগিতার কথা বলেছি। এর আগেও দুজন প্রধান বিচারপতি দায়িত্বভার গ্রহণ করার পর তাঁদের সঙ্গে দেখা করেছিলাম। তখন তাঁদের বলেছিলাম যে আইন মন্ত্রণালয় হচ্ছে বিচার বিভাগ ও নির্বাহী বিভাগের সেতুবন্ধ। সে কথা আজ আবারও বলেছি এবং সহযোগিতার কোনো কমতি হবে না, এটাও বলেছি।’

সাক্ষাতের সময় দায়িত্বপ্রাপ্ত প্রধান বিচারপতির সঙ্গে অন্য বিচারপতিরা ছিলেন কি না, এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘একসময় আপিল বিভাগের অপর চার বিচারপতিও এসেছিলেন। ওনাদের সঙ্গেও কথা হয়েছে।’ দায়িত্বরত প্রধান বিচারপতি এ পর্যন্ত ২৭ বার দায়িত্ব পেয়েছেন। তাহলে আজ কেন সাক্ষাতের জন্য এলেন, এ প্রশ্নে আইনমন্ত্রী বলেন, ‘আমার জানামতে উনি কিন্তু বিচারিক কার্যভার অস্থায়ী প্রধান বিচারপতি হিসেবে আগে করেননি।’

ছুটিতে যাওয়া প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার শারীরিক অবস্থা সম্পর্কে জানতে চাইলে মন্ত্রী বলেন, আজ ওনার চিকিৎসকের সঙ্গে কথা বলেননি। তাঁর চিকিৎসকের সঙ্গে কথা বলে তিনি সুরেন্দ্র কুমার সিনহার সঙ্গে দেখা করতে যাবেন বলে জানান। তিনি অস্ট্রেলিয়ার যাওয়ার ভিসার জন্য আবেদন করেছেন কি না, এমন প্রশ্নে আইনমন্ত্রী বলেন, ‘আমার সঙ্গে কথা বলে তো উনি করেননি।’


LATEST POSTS
আইএফএ ২০২৪ প্রদর্শনীতে অনারের চমক

Posted on সেপ্টেম্বর ১৮th, ২০২৪

সেরা বিনিয়োগ ব্যাংকের স্বীকৃতি পেল ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড

Posted on সেপ্টেম্বর ১৫th, ২০২৪

রাঙামাটিতে বন্যার্তদের পাশে মীর সিমেন্ট

Posted on সেপ্টেম্বর ১৫th, ২০২৪

পাঠাও ফিনটেক ট্রান্সফরমেশনকে এগিয়ে নিতে ভেঞ্চারসুক-এর নেতৃত্বে ১২ মিলিয়ন ডলারের ফান্ড রেইজ করেছে

Posted on সেপ্টেম্বর ১৫th, ২০২৪

বন্যার্তদের পাশে আইএসডির শিক্ষার্থীরা

Posted on সেপ্টেম্বর ১১th, ২০২৪

ড. মো. সবুর খানকে সম্বর্ধনা

Posted on সেপ্টেম্বর ১১th, ২০২৪

বড়পর্দায় মুক্তি পাচ্ছে রং ঢং

Posted on সেপ্টেম্বর ১১th, ২০২৪

বন্যাদুর্গত ইলেকট্রনিক্স পণ্যের গ্রাহকদের ফ্রি সার্ভিস দিবে ওয়ালটন

Posted on সেপ্টেম্বর ১০th, ২০২৪

নতুন মডেলের মেকানিক্যাল, আরজিবি ও রিচার্জেবল কিবোর্ড-মাউস এনেছে ওয়ালটন

Posted on সেপ্টেম্বর ৫th, ২০২৪

স্ট্যান্ডার্ড ব্যাংকের ৩৯৭তম বোর্ড সভা অনুষ্ঠিত

Posted on সেপ্টেম্বর ৫th, ২০২৪