নিউজ ডেস্ক :: দেশের বৃহত্তম ই কমার্স কম্পানি দারাজ বাংলাদেশে প্রথমবারের মতো নিয়ে এলো বিশ্বের বৃহত্তম সেল ডে ‘১১.১১ (ইলেভেন.ইলেভেন)। এর মাধ্যমে ক্রেতাগণ এই ২৪ ঘন্টার ক্যাম্পেইন-এর সময়ে সর্বোচ্চ ৮৩ শতাংশ পর্যন্ত মূল্যছাড়। এ ছাড়া ১১.১১ (ইলেভেন.ইলেভেন) হচ্ছে সিঙ্গেল ডিজিট। চায়নাতে এই ফেস্টিভ্যাল বেশ জনপ্রিয়। যারা সিঙ্গেল তারা এই দিবসটিকে উৎসবে পরিণত করেছে। অনলাইন বা অফলাইনে সিঙ্গেল ডিজিট ডে উপলক্ষ্যে প্রচুর কেনাকাটা করা হয়।
এ ছাড়াও এই দিনের বিশেষ আকর্ষণ হল ১১ টাকায় ডিল, মিস্ট্রি বক্স, ডাবল টাকা ভাউচার, ফ্ল্যাশ সেল ব্র্যান্ড ভাউচার, ব্যাংক ডিসকাউন্ট এবং আরো অনেক কিছু।
বৃহস্পতিবার (১৮অক্টোবর) একটি অভিজাত হোটেলে এই মেলার ঘোষণা দেন দারাজ বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর সৈয়দ মোস্তাহিদল হক।
এ সময় তিনি বলেন, দারাজ অ্যাপ আপনার জন্য নিয়ে এসেছে তা একবার বুঝে গেলে আপনি পরিস্কার ভাবে অনুভব করতে পারবেন ১১.১১ ক্যাম্পেইন এর আগে এবং পরে তাদের মধ্যকার আকাশ-পাতাল পার্থক্য। এবারের ক্যাম্পেইনটি বাংলাদেশের ই-কমার্স ইতিহাস একটি অভিনব দৃষ্টান্ত স্থাপন করবে। ১১.১১ ক্যাম্পেইনটি শুধুমাত্র ডিল এবং ছাড়ের মধ্যে সীমাবদ্ধ নয়।
এটি আমাদের সমগ্র ডিজিটাল ইকোসিস্টেমের মধ্যে আনবে কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় পার্সোলাইজেশন, বিনোদন, আকর্ষণীয় ডিল, সুরক্ষিত পেমেন্ট সমাধান এবং চার লাখেরও বেশি একট পণ্য ভান্ডার পাবে গ্রাহকরা বলেও জানান তিনি।
অনুষ্ঠানে জানানো হয় ২০০৯ সালে আলিবাবা ১১.১১ ক্যাম্পেইন চালু করেছিল। এক দশক পরে ১১.১১ বাংলাদেশের যাত্রা শুরুর জন্য প্রস্তুতি ক্যাম্পেইনটি। এটি বিশ্বের সবচেয়ে বড় অনলাইন কেনাকাটা উৎসব অ্যামাজন প্রাইম এর তুলনায় ১৮ গুণ বড় এবং ব্ল্যাক ফ্রাইডের তুলনায় আড়াই গুণ বড়।
বিডি প্রেস রিলিস/১৮ অক্টোবর ২০১৮/এসএম
Posted on অক্টোবর ৫th, ২০২৪
Posted on অক্টোবর ৪th, ২০২৪
Posted on অক্টোবর ৪th, ২০২৪
Posted on অক্টোবর ৪th, ২০২৪
Posted on অক্টোবর ৩rd, ২০২৪
Posted on অক্টোবর ৩rd, ২০২৪
Posted on সেপ্টেম্বর ২৯th, ২০২৪
Posted on সেপ্টেম্বর ২৬th, ২০২৪
Posted on সেপ্টেম্বর ২৬th, ২০২৪
Posted on সেপ্টেম্বর ২৬th, ২০২৪