Follow us

দারাজের শপাম্যানিয়া ক্যাম্পেইনে ক্রেতাদের জন্য দারুণ সব ডিল

নিজস্ব প্রতিবেদক ::  দেশের সবচেয়ে বড় অনলাইন মার্কেটপ্লেস দারাজ বাংলাদেশ ক্রেতাদের জন্য আবারো নিয়ে এসেছে আকর্ষণীয় অফার ও ডিলের সমাহারে ‘শপাম্যানিয়া ক্যাম্পেইন’। ক্যাম্পেইনটি ৭ আগস্ট থেকে শুরু হয়ে চলবে ১৬ আগস্ট পর্যন্ত। ক্যাম্পেইন চলাকালে দারাজ থেকে কেনাকাটা করার সময় ক্রেতারা পাবেন আকর্ষণীয় ডিল, ভাউচার এবং সহজ পেমেন্টের সুবিধা।

শপাম্যানিয়া ক্যাম্পেইন চলাকালে সাশ্রয়ী মূল্য ও আকর্ষণীয় ডিলে ক্রেতারা তাদের পছন্দের পণ্য কিনতে পারবেন। অফারগুলোর মধ্যে রয়েছে বাছাইকৃত টপ ডিলের পণ্যে ফ্রি ডেলিভারি, ফ্ল্যাশ সেল, শেক শেক এবং মিস্ট্রি বক্স। ক্যাম্পেইনটিতে থাকছে প্রায় ৫ হাজার হট ডিল, পাশাপাশি ১৫০০ মেগা ডিলে থাকছে বিশেষ ছাড়।

শপাম্যানিয়া ক্যাম্পেইন নিয়ে দারাজ বাংলাদেশের প্রধান বিপণন কর্মকর্তা মো. তাজদীন হাসান বলেন, আমাদের ক্রেতারা তাদের পছন্দের পণ্যে সবসময়ই আকর্ষণীয় অফার প্রত্যাশা করেন। তাই, আমরা বেশিরভাগ সময় আমাদের ক্রেতাদের জন্য ভালো মানের পণ্য ও আকর্ষণীয় অফারসহ নতুন ক্যাম্পেইন নিয়ে আসার চেষ্টা করি।

দারাজ বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোস্তাহিদল হক বলেন, শপাম্যানিয়া ক্যাম্পেইনটি এমনভাবে নিয়ে আসা হয়েছে, যেন সকল ক্রেতা কেনাকাটার ক্ষেত্রে চমৎকার অভিজ্ঞতা লাভ করেন এবং নিজেদের চাহিদা অনুযায়ী পণ্য ক্রয় করতে পারেন। একইসাথে আমাদের প্রত্যাশা, আকর্ষণীয় অফারসহ বিস্তৃত পণ্যের সমাহার নিয়ে এই ক্যাম্পেইনটিও আগেরগুলোর মতো সফল হবে।

বিডি প্রেসরিলিস / ০৯ আগস্ট ২০২২ /এমএম    


LATEST POSTS
শুরু হলো সিটি আইটি ঈদ ফেস্ট ২০২৫

Posted on মার্চ ১৯th, ২০২৫

আইটেল পাওয়ার ৭০ : দীর্ঘস্থায়ী ব্যাটারির শক্তি ও সাশ্রয়ী দামে সেরা পারফরম্যান্স

Posted on মার্চ ১৮th, ২০২৫

‘পার্সিয়ান টেল’ থিমে সারা’র আকর্ষণীয় ঈদ আয়োজন

Posted on মার্চ ৬th, ২০২৫

স্মার্ট যাত্রার টেকসই সমাধান-টেইলজি ই-মোটরসাইকেল

Posted on মার্চ ৬th, ২০২৫

চীনের হাইতিয়ান গ্রুপের সঙ্গে আরএফএল-এর চুক্তি

Posted on মার্চ ৩rd, ২০২৫

ভ্যাসলিনের নতুন পণ্য ‘ভ্যাসলিন গ্লুটা হায়া’ সিরাম ইন লোশন

Posted on মার্চ ৩rd, ২০২৫

ওয়ালটন নিয়ে এলো ডিজিটাল সাইনেজ ডিসপ্লে

Posted on মার্চ ৩rd, ২০২৫

ল্যাক্সফো’র নতুন রিচার্জেবল ফ্যান উন্মোচন

Posted on ফেব্রুয়ারি ৬th, ২০২৫

ঢাকা ট্রাভেল মার্টে ফার্স্টট্রিপের B2C প্ল্যাটফর্ম উদ্বোধন

Posted on ফেব্রুয়ারি ৬th, ২০২৫

মুক্তি পেল ‘মুক্তি: জেন জেড রেভ্যুলেশন’ সিরিজের প্রথম পর্ব

Posted on জানুয়ারি ৮th, ২০২৫