নিজস্ব প্রতিবেদক :: বন্যাপীড়িত মানুষকে সহযোগিতা করার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুতে ত্রাণের পণ্যের প্যাকেজিং এবং সেগুলো ট্রাকে তোলার কাজে স্বেচ্ছাসেবক হিসেবে অংশগ্রহণ করেছেন ফুডপ্যান্ডার রাইডাররাও। রাইডারদের সাথে কথা বলে জানা যায়, বন্যার্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য তারা স্বেচ্ছাসেবী হিসেবে এই মানবিক কাজে যুক্ত হয়েছেন। রাইডার হিসেবে কর্মরতদের অধিকাংশই শিক্ষার্থী। তাদের অনেক সহপাঠীও এ কাজে অংশ নিয়েছেন। অন্যান্য তরুণদের মতো তারাও এ কাজকে সামাজিক দায়িত্ব হিসেবে বিবেচনা করেন। উল্লেখ্য, দেশের বিভিন্ন জেলায় বন্যার্ত মানুষকে সহায়তার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণত্রাণ সংগ্রহ কর্মসূচিতে বিপুল সংখ্যক মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়েছেন। নগদ অর্থ এবং ত্রাণ সামগ্রী দান করতে আসছে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। ত্রাণ সংগ্রহ কার্যক্রমের পাশাপাশি প্যাকেজিংয়েও অংশ নিচ্ছেন শিক্ষার্থীসহ বিভিন্ন পেশার মানুষেরা।
বিডি প্রেসরিলিস/২৮ আগস্ট ২০২৪/এএ
Posted on সেপ্টেম্বর ১১th, ২০২৪
Posted on সেপ্টেম্বর ১১th, ২০২৪
Posted on সেপ্টেম্বর ১১th, ২০২৪
Posted on সেপ্টেম্বর ১০th, ২০২৪
Posted on সেপ্টেম্বর ৫th, ২০২৪
Posted on সেপ্টেম্বর ৫th, ২০২৪
Posted on সেপ্টেম্বর ৫th, ২০২৪
Posted on সেপ্টেম্বর ৫th, ২০২৪
Posted on সেপ্টেম্বর ৫th, ২০২৪
Posted on সেপ্টেম্বর ৫th, ২০২৪