Follow us

তারা সবাই বেসিস নির্বাচনে প্রার্থী

Besis News

নিজস্ব প্রতিবেদক :: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস বেসিসে ২৪ মার্চ শনিবার প্রার্থী পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ২০১৮-২০ সালের বেসিস কার্যনির্বাহী নির্বাহী পরিষদ নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীরা নিজেদের পরিচয় ও নির্বাচনী প্রতিশ্রুতি তুলে ধরেন।

নির্বাচনে অংশ নেয়া ৫ স্বতন্ত্র প্রার্থীর মধ্যে ৪ জন-বেসিসের জেনারেল মেম্বার ইনফিনিটি টেকনোলজি ইন্টারন্যাশনাল লিমিটেডের চেয়ারম্যান এএসএম জামাল উদ্দিন, বেসিসের জেনারেল মেম্বার ম্যাক্স আইটির স্বত্বাধিকারি মো. মাহাবুব হাসান, বেসিসের জেনারেল মেম্বার এসটিএম ভিশন ইনফোটেক লিমিটেডের মহাব্যবস্থাপক মো. এনামুল হক সুজন এবং বেসিসের অ্যাসোসিয়েট মেম্বার আজকের ডিল ডটকম লিমিটেডের পরিচালক একেএম ফাহিম মাসরুর নিজেদের পরিচয় ও নির্বাচনী প্রতিশ্রুতি তুলে ধরেন। তবে স্বতন্ত্র প্রার্থী বেসিসের অ্যাসোসিয়েট মেম্বার এইট পিয়ার্স সল্যুশনস লিমিটেডের মহাব্যবস্থাপক মো. শাহজালাল সভায় অনুপস্থিত ছিলেন।

সভায় উপস্থিত হয়ে নিজেদের নির্বাচনী ইশতেহার তুলে ধরেন নির্বাচনে অংশ নেয়া তিন প্যানেলের প্রার্থীরাও। উপস্থিত ছিলেন ফ্লোরা টেলিকম লিমিটেডের মহাব্যবস্থাপক মোস্তফা রফিকুল ইসলামের নেতৃত্বাধীন প্যানেল ‘টিম দুর্জয়’। ‘টিম দুর্জয়’ প্যানেলের বাকি প্রার্থীরা হলেন অ্যাটম এপি লিমিটেডের মহাব্যবস্থাপক একেএম আহমেদুল ইসলাম বাবু, এলিয়েন টেকনোলজি লিমিটেডের মহাব্যবস্থাপক মোহাম্মদ আমিনউল্লাহ, সল্যুশন নাইন লিমিটেডের মহাব্যবস্থাপক শহিবুর রহমান খান রানা, স্টার হোস্ট আইটি লিমিটেডের চেয়ারম্যান কাজী জাহিদুল আলম, স্পিনঅফ স্টুডিওর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা এএসএম আসাদুজ্জামান, চালডাল লিমিটেডের প্রধান অপারেশন অফিসার (সিওও) জিয়া আশরাফ, রেইজ আইটি সল্যুশনস লিমিটেডের মহাব্যবস্থাপক কে. এ. এম. রাশেদুল মজিদ এবং জামান আইটির প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুজ্জামান খান (জামান)।

উপস্থিত ছিলেন মেট্রোনেট বাংলাদেশ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আলমাস কবীরের নেতৃত্বাধীন প্যানেল ‘টিম হরাইজন’ এর প্রার্থীরা। ‘টিম হরাইজন’ প্যানেলে রয়েছেন ইউওয়াই সিস্টেমস লিমিটেডের চেয়ারপারসন ও প্রধান নির্বাহী কর্মকর্তা ফারহানা এ রহমান, বিজনেস অটোমেশন লিমিটেডের পরিচালক শোয়েব আহমেদ মাসুদ, সফটপার্কের প্রধান নিবার্হী কর্মকর্তা দেলোয়ার হোসেন ফারুক, জানালা বাংলাদেশ লিমিটেডের মহাব্যবস্থাপক তামজিদ সিদ্দিক স্পন্দন, স্পেকট্রাম সফটওয়্যার অ্যান্ড কনসালটিং লিমিটেডের ম্যানেজিং পার্টনার মুশফিকুর রহমান, ক্রসওয়েস আইটি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ফাহিম তানভীর আহমেদ, শুটিং স্টার লিমিটেডের মহাব্যবস্থাপক দিদারুল আলম এবং ড্রিম৭১ বাংলাদেশ লিমিটেডের মহাব্যবস্থাপক রাশাদ কবির।

উপস্থিত ছিলেন দোহাটেক নিউ মিডিয়ার প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান লুনা শামসুদ্দোহার নেতৃত্বাধীন ‘উইন্ড অব চেইঞ্জ’ প্যানেলের প্রার্থীরা। উইন্ড অব চেইঞ্জে রয়েছে ড্যাফোডিল কম্পিউটার্স লিমিটেডের নির্বাহী পরিচালক মোহাম্মদ নুরুজ্জামান, ডিভাইন আইটি লিমিটেডের চেয়ারম্যান ইকবাল আহমেদ ফখরুল হাসান, এনরুট ইন্টারন্যাশনাল লিমিটেড প্রধান নির্বাহী কর্মকর্তা আবু দাউদ খান, স্টার কম্পিউটার সিস্টেমস লিমিটেডের পরিচালক ও সিওও রেজওয়ানা খান, ইনোভেশন ইনফরমেশন সিস্টেম লিমিটেডের মহাব্যবস্থাপক মোহাম্মদ সানোয়ারুল ইসলাম, রাইট ব্রেইন সল্যুশন লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা নূর মাহমুদ খান এবং এআর কমিনিকেশনসের প্রধান নির্বাহী কর্মকর্তা এম আসিফ রহমান।

সভার সঞ্চালনা করেন বেসিস কার্যনির্বাহী পরিষদ নির্বাচন বোর্ড। আগামী ৩১ মার্চ সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বেসিসে ২০১৮-২০ মেয়াদের ৯ সদস্য বিশিষ্ট কাযনির্বার্হী পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

(বিডি প্রেস রিলিস/২৪ মার্চ/এসএম)


LATEST POSTS
দক্ষিণ এশিয়া অঞ্চলে ডেলের সেরা পরিবেশক হলো স্মার্ট টেকনোলজিস

Posted on অক্টোবর ৫th, ২০২৪

ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত

Posted on অক্টোবর ৪th, ২০২৪

রূপায়ণ সিটি ও ইউনাইটেড ফাইন্যান্স লিমিটেডের মধ্যে চুক্তি স্বাক্ষর

Posted on অক্টোবর ৪th, ২০২৪

এশিয়ার শ্রেষ্ঠ স্যানিটারিওয়্যার প্রস্তুতকারকের স্বীকৃতি পেল রোসা

Posted on অক্টোবর ৪th, ২০২৪

ওয়ালটন নিয়ে এলো সোলার হাইব্রিড আইপিএস

Posted on অক্টোবর ৩rd, ২০২৪

শরতের খুশিতে রাঙানো সারা’র পূজা আয়োজন

Posted on অক্টোবর ৩rd, ২০২৪

৪০ হাজার কোটি টাকা পাচারের অভিযোগে উবার-পাঠাওকে নোটিশ

Posted on সেপ্টেম্বর ২৯th, ২০২৪

ঢাকা রিজেন্সির ৬ দিনের ট্যুরিজম ফেস্ট

Posted on সেপ্টেম্বর ২৬th, ২০২৪

আইইউবিএটি’র ফল ২০২৪ সেমিস্টারের নবীন শিক্ষার্থীদের পরিচিতি পর্ব সম্পন্ন

Posted on সেপ্টেম্বর ২৬th, ২০২৪

ইউএস-বাংলা এয়ারলাইন্সের সিএএবি পার্ট ১৪৭ প্রশিক্ষণের অনুমোদন প্রাপ্তি

Posted on সেপ্টেম্বর ২৬th, ২০২৪