নিউজ ডেস্ক :: রাজধানীর সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরে বহুল প্রতীক্ষিত ঢাকার গান আনল দেশের বন্ধুদের #১ নম্বর শীর্ষ ব্র্যান্ড এয়ারটেল। গানটিতে ঢাকা শহরের মানুষের সাথে বিশেষ সংযোগ স্থাপন করতে ঢাকার চিত্তাকর্ষক আঞ্চলিক ভাষা ও সংস্কৃতির ব্যবহার করা হয়েছে।
গানটি কম্পোজ করেছেন সঙ্গীত শিল্পী আরাফাত মোহসিন নিধী। গেয়েছেন- র্যাপ সঙ্গীত শিল্পী শাফায়াত, ব্লাক জ্যাং প্রমুখ।
ঢাকা শহরের ঐতিহ্যবাহী ও দর্শনীয় স্থান, উৎসব ও খাদ্য সংস্কৃতি নিয়ে গানটি চিত্রায়ন করা হয়েছে। অনন্য এ উদ্যোগের মাধ্যমে ঢাকায় এয়ারটেল নেটওয়ার্কের সব বন্ধুদের সাথে সম্পর্ক আরো গভীর করাটাই ব্র্যান্ডটির লক্ষ্য।
ইতিমধ্যে দেশের শীর্ষ ফোরজি প্লাস নেটওয়ার্ক তৈরি করেছে এয়ারটেল। ব্র্যান্ডটি দেশের প্রতিটি অঞ্চলের জন্য চিত্তাকর্ষক আঞ্চলিক ভাষার গান রিলিজ করেছে। প্রতিটি আঞ্চলিক গানে স্থানীয় দর্শনীয় স্থান ও সংস্কৃতি তুলে ধরা হয়েছে যা ওইসব এলাকার মানুষের যাপিত জীবনের সাথে জড়িয়ে আছে।
ঢাকা গানটি যে কোন আগ্রহিরা এয়ারটেল বাজ ফেসবুক পেজ লিঙ্কটি (https://goo.gl/HfG9Va) ফলো করে এবং ইউটিউব চ্যানেলে দেখতে পারবেন।
বিডি প্রেস রিলিস/১৮ অক্টোবর ২০১৮/এসএম
Posted on আগস্ট ১৮th, ২০২২
Posted on আগস্ট ১৭th, ২০২২
Posted on আগস্ট ১৭th, ২০২২
Posted on আগস্ট ১৬th, ২০২২
Posted on আগস্ট ১৬th, ২০২২
Posted on আগস্ট ১৬th, ২০২২
Posted on আগস্ট ১৪th, ২০২২
Posted on আগস্ট ১৪th, ২০২২
Posted on আগস্ট ১৩th, ২০২২
Posted on আগস্ট ১৩th, ২০২২