নিজস্ব প্রতিবেদক :: ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান ডোজ ইন্টারনেট এবার কর্পোরেট প্রতিষ্ঠানগেুলোর জন্য “ডোজ ফর বিজনেস” নামে নতুন একটি প্যাকেজ চালু করেছে। ডোজ ফর বিজনেস দেশের ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ী প্রতিষ্ঠানে চাহিদা মতো ইন্টারনেট সরবরাহ করবে। এই ব্র্যান্ডের অধীনে ১০, ২০ ও ৩০ Mbps আনলিমিটেড সুবিধাসহ লাইট, প্লাস এবং প্রিমিয়াম নামে তিনটি নতুন প্যাকেজের ঘোষণা দিয়েছে তারা। গ্রাহকরা তাদের চাহিদা মতো এই তিনটি প্যাকেজের সুবিধা নিতে পারবেন যেকোন সময়। এছাড়া রয়েছে গ্যারান্টেড আপটাইম, তাৎক্ষণিক ব্যান্ডউইথের চাহিদা পুরণ এবং সর্বোচ্চ আপলোড স্পিডের সুবিধা। এছাড়া মাইক্রোসফট ও ক্যাসপারস্কির সহযোগিতায় থাকছে কর্পোরেট ক্রেতাদের সার্ভিস ব্যবস্থাপনার বাড়তি সুযোগ।
ডোজ ফর বিজনেস এর সুবিধা পাওয়া যাবে ঢাকা, কুমিল্লা, চট্টগ্রাম ও ময়মনসিংহে।
বিস্তারিত জানতে যোগাযোগ করতে পারেন: https://www.dozeinternet.com/
(বিডি প্রেস রিলিস/০৭অক্টোবর/এসএম)
Posted on জানুয়ারি ৮th, ২০২৫
Posted on জানুয়ারি ১st, ২০২৫
Posted on ডিসেম্বর ৩rd, ২০২৪
Posted on ডিসেম্বর ৩rd, ২০২৪
Posted on নভেম্বর ২৬th, ২০২৪
Posted on নভেম্বর ২৬th, ২০২৪
Posted on নভেম্বর ১৭th, ২০২৪
Posted on নভেম্বর ১৭th, ২০২৪
Posted on নভেম্বর ১৭th, ২০২৪
Posted on নভেম্বর ৩rd, ২০২৪