নিজস্ব প্রতিবেদক :: সম্প্রতি রাজধানীর বনানীস্থ হোটেল শেরাটনে অনুষ্ঠিত হয় ডেল টেকনোলজিসের ”সিম্ফোজিয়াম বাংলাদেশ ২০২৪”। দিনব্যাপী আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চ্যানেল ডিরেক্টর-ইমার্জিং মার্কেট উই উই তোহ, এশিয়া ইমার্জি মার্কেটের জেনারেল ম্যানেজার ক্রিস পাপা, স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেডের এন্টারপ্রাইজ অ্যান্ড সফটওয়্যার সল্যুশন ডিরেক্টর আবু মোস্তফা চৌধুরী সুজন।
ডেল বাংলাদেশের পার্টনারদের নিয়ে আয়োজিত অনুষ্ঠানে গত বছরের পারফর্মেন্স বিবেচনায় একাধিক প্রতিষ্ঠানকে পুরষ্কৃত করা হয়। অনুষ্ঠানে বেস্ট সল্যুশন প্রোভাইডার অ্যাওয়ার্ড পেয়েছে স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড।
তাছাড়াও, ডেল টেকনোলজিস পন্যে টপ সল্যুশন আর্কিটেক্ট হিসেবে সম্মাননা পেয়েছেন স্মার্ট টেকনোলজিসের সিনিয়র জেনারেল ম্যানেজার এএইচএম রুকন উদ্দিন ফিরোজ। উল্লেখ্য, টানা ৬ বছর ধরে স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড ডেলের সেরা সল্যুশন প্রোভাইডার হিসেবে পুরষ্কৃত হয়ে আসছে।
Posted on ডিসেম্বর ৩rd, ২০২৪
Posted on ডিসেম্বর ৩rd, ২০২৪
Posted on নভেম্বর ২৬th, ২০২৪
Posted on নভেম্বর ২৬th, ২০২৪
Posted on নভেম্বর ১৭th, ২০২৪
Posted on নভেম্বর ১৭th, ২০২৪
Posted on নভেম্বর ১৭th, ২০২৪
Posted on নভেম্বর ৩rd, ২০২৪
Posted on নভেম্বর ৩rd, ২০২৪
Posted on নভেম্বর ৩rd, ২০২৪