নিজস্ব প্রতিবেদক :: সম্প্রতি রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত হয়েছে ডেল টেকনোলজিস অ্যাওয়ার্ড ২০১৯। ডিস্ট্রিবিউটর এবং পার্টনারদের অংশগ্রহণে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডেলের এশিয়া ইমার্জিং মাকের্টস অ্যান্ড সাউথ এশিয়া কনজ্যুমার বিজনেস ডেল টেকনোলজিসের ভাইস প্রেসিডেন্ট কে. এনোথাই, ডেল এশিয়া ইমার্জিং মার্কেট এর চ্যানেল ডিরেক্টর ক্রিস পাপা, ডেল কান্ট্রি ম্যানেজার মোহাম্মদ আতিকুর রহমান, স্মার্ট টেকনোলজিসের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এস এম মহিবুল হাসান প্রমুখ।
অনুষ্ঠানে বেস্ট ডিস্ট্রিবিউটর-কনজ্যুমার, বেস্ট পার্টনার-সার্ভিস অ্যান্ড নেটওয়াকিং, বেস্ট পার্টনার ক্লায়েন্ট সল্যুশন গ্রুপ ক্যাটাগরিতে পুরষ্কার পেয়েছে স্মার্ট এবং বেস্ট পারফর্মার এওয়ার্ড পেয়েছেন স্মার্ট এর ডেল প্রোডাক্ট ম্যানেজার মাজেদ ইবন-এ-আলি।
প্রতিবছর ডিস্ট্রিবিউটর এবং পার্টনারদের ব্যবসায়িক সাফল্যের ভিত্তিতে এওয়ার্ড প্রোগ্রাম আয়োজন করে ডেল বাংলাদেশ। এবছর সর্বমোট ১২টি ক্যাটেগরিতে ৮টি প্রতিষ্ঠানকে পুরষ্কৃত করা হয়। এর মধ্যে সর্বোচ্চ ৪টি পুরষ্কার জিতেছে স্মার্ট।
বিডি প্রেস রিলিস/ ০৬ এপ্রিল ২০১৯/ এমএম
Posted on ফেব্রুয়ারি ৬th, ২০২৫
Posted on ফেব্রুয়ারি ৬th, ২০২৫
Posted on জানুয়ারি ৮th, ২০২৫
Posted on জানুয়ারি ১st, ২০২৫
Posted on ডিসেম্বর ৩rd, ২০২৪
Posted on ডিসেম্বর ৩rd, ২০২৪
Posted on নভেম্বর ২৬th, ২০২৪
Posted on নভেম্বর ২৬th, ২০২৪
Posted on নভেম্বর ১৭th, ২০২৪
Posted on নভেম্বর ১৭th, ২০২৪