Follow us

ডেঙ্গু প্রতিরোধে মাঠে ‘বিদ্যানন্দ ফাউন্ডেশন’

 

নিজস্ব প্রতিবেদক :: ডেঙ্গু জ্বরে যখন সারাদেশ কাঁপছে তখন ডেঙ্গুবাহী এডিস মশা দমনে উদ্যোগ নিল স্বেচ্ছাসেবী সংগঠন ‘বিদ্যানন্দ ফাউন্ডেশন’। সংগঠনের উদ্যোগে কয়েকজন স্বেচ্ছাসেবক মশন নিধন ওষুধ ছিটাচ্ছেন রাজধানীর বিভিন্ন এলাকায়। সংগঠনের পক্ষ থেকে বলা হচ্ছে, সরকার এবং সেবা সংস্থাগুলোর পাশাপাশি ডেঙ্গু বিপর্যয় ঠেকাতে তাদের এ উদ্যোগ অব্যাহত থাকবে।

সোমবার বিদ্যানন্দ ফাউন্ডেশনের ঢাকা শাখার উদ্যোগে মিরপুরের পল্লবী এলাকায় এই মশক নিধন কর্মসূচি পালন করা হয়। এসময় সংগঠনের স্বেচ্ছাসেবক সালমান, দিপ্তী, রাখি, আরিফ, নিতিস, তানভীর ও বিপ্লব এই কর্মকাণ্ডে অংশ নেন।

বিদ্যানন্দের এ উদ্যোগের কয়েকটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা ব্যাপক আলোচনায় আসে। বিশেষ করে ডেঙ্গু প্রতিরোধে নারী স্বেচ্ছাসেবকরাও মশক নিধনের ওষুধ ছিটাচ্ছে, এমন ছবি বেশ প্রশংসা কুড়িয়েছে।

মশক নিধন কর্মসূচিতে অংশ নেয়া স্বেচ্ছাসেবকরা জানান, সেবা সংস্থাগুলোর দিকে তাকিয়ে না থেকে নিজের আশপাশে প্রতিদিন পাঁচ মিনিট সময় দিলেই ডেঙ্গুর প্রজনন বন্ধ করা সম্ভব।

মশক নিধনে অংশ নেয়া সালমান খান ইয়াসিন বলেন, ‘আমরা প্রথমে এলাকাবাসীকে ডেঙ্গু সম্পর্কে সচেতন করেছি। মাইকিংয়ের মাধ্যমে এবিষয়ে জানিয়েছি। এরপরে ডেঙ্গু প্রতিরোধে কী করতে হবে, ডেঙ্গু হলে কী করতে হবে এ সম্পর্কে বুঝিয়েছি। এ সম্পর্কিত লিফলেটও আমরা বিতরণ করেছি।’

‘গতকাল মিরপুর সাড়ে এগারোতে আমরা নিজেরাই সাত থেকে আটজন মশক নিধন ওষুধ ছিটিয়েছি। এটা বিদ্যানন্দের অর্থায়নেই করা হয়েছে। এই ধরনের কর্মসূচি আমরা নিয়মিত করব।’

বিডি প্রেস রিলিস / ৩০ জুলাই ২০১৯ /এমএম


LATEST POSTS
শহীদ ফায়ার ফাইটারদের পরিবারের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ

Posted on নভেম্বর ২৭th, ২০২৫

শিগগিরই উদ্বোধন হতে যাচ্ছে হোটেল ‘বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস্’

Posted on অক্টোবর ১৬th, ২০২৫

ফাউন্ডারস কমিউনিটি ক্লাবের নতুন নির্বাহী কমিটি ঘোষণা

Posted on আগস্ট ১৯th, ২০২৫

ক্যানন বিজনেস সেন্টার উদ্বোধন হলো ঢাকায়

Posted on মে ২৮th, ২০২৫

এপেক্স রিওয়ার্ডস মেম্বারের মাইলফলক উদযাপন

Posted on মে ১৭th, ২০২৫

ডাবর বাংলাদেশের ধামরাই কারখানায় সৌরশক্তি প্রকল্পের অগ্রযাত্রা

Posted on মে ১৭th, ২০২৫

বিশ্ব আলো দিবসে খুশির আলো ছড়ানোর প্রত্যয়ে আকিজ এলইডি লাইট

Posted on মে ১৭th, ২০২৫

‘রুটস অফ এ্যালিগ্যান্স’ থিমে সারা’র ঈদ পোশাক

Posted on মে ১৫th, ২০২৫

পামপের সহযোগিতায় সহজ কিস্তিতে স্মার্টফোন দিচ্ছে বাংলালিংক

Posted on মে ১৫th, ২০২৫

উন্মোচিত হলো টফি’র নতুন প্ল্যাটফর্ম

Posted on মে ১৫th, ২০২৫