নিজস্ব প্রতিবেদক :: বিশ্বখ্যাত শীততাপ নিয়ন্ত্রন যন্ত্রের ব্রান্ড ডাইকিন নিয়ে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে যাত্রা শুরু করল জিবিইএস এশিয়া।সম্প্রতি বিদ্যুত সাশ্রয়ী ভ্যারিয়েবল রেফ্রিজারেটর ভলিউম (ভিআরভি) প্রযুক্তির সম্ভাবনা নিয়ে এক সেমিনারের মাধ্যমে নতুন পন্যের পরিচয় করিয়ে দেয় হংকং ভিত্তিক প্রতিষ্ঠানটি।‘টেকনিক্যাল সিম্পোজিয়াম অন ভিআরভি শীর্ষক ওই সেমিনারে প্রধান অতিথি ছিলেন জিবিইএস এশিয়ার ব্যবস্থাপনা পরিচালক প্রণয় ধাবাই।
সেমিনারে প্রায় ১৭০ জন অতিথি যোগ দেন। জাপানের ডাইকিন ইন্ডাস্ট্রিজের উদ্ভাবিত ভিআরভি প্রযুক্তি সম্পর্কে সেমিনারে আলোচনা হয়।সেমিনারে আরো উপস্থিত ছিলেন ডাইকিন ইন্ডিয়ার মহাব্যবস্থাপক জয়ন্ত জাওয়া, বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার ফ্রান্সিস লুইস, উপম-মহাব্যবস্থাপক স্নেহাশিস কুমার এবং বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার অগ্নিদীপ বৈদ্য।
বিডি প্রেসরিলিস / ০৬ আগস্ট ২০২২ /এমএম
Posted on সেপ্টেম্বর ১১th, ২০২৪
Posted on সেপ্টেম্বর ১১th, ২০২৪
Posted on সেপ্টেম্বর ১১th, ২০২৪
Posted on সেপ্টেম্বর ১০th, ২০২৪
Posted on সেপ্টেম্বর ৫th, ২০২৪
Posted on সেপ্টেম্বর ৫th, ২০২৪
Posted on সেপ্টেম্বর ৫th, ২০২৪
Posted on সেপ্টেম্বর ৫th, ২০২৪
Posted on সেপ্টেম্বর ৫th, ২০২৪
Posted on সেপ্টেম্বর ৫th, ২০২৪