নিজস্ব প্রতিবেদক :: টোটোলিংক বাজারে নিয়ে এলো উন্নত প্রযুক্তি ও আকর্ষণীয় ফিচার সমৃদ্ধ নতুন এন ৬০০ আর মডেলের রাউটার। ৬০০এমবিপিএস ওয়্যারলেস এন স্পীড সম্পন্ন রাউটারটি দিবে স্ট্যাবল ওয়্যারলে সপারফমেন্স।
নতুন এই রাউটারে র্টাবো সুইচ দ্বারা অতি সহজে ইওয়াইফাই বুস্ট করা যায়। এতে আর ওরয়েছে ইজি সেট-আপএবংকিউও এসসহ অসাধারণ ব্যান্ডউইথ কন্ট্রোলসিস্টেম। এক্সেস কন্ট্রোলের জন্য রয়েছে মাল্টিপল ওয়্যারলেস কন্ট্রোল সিস্টেম। এ ছাড়াও আছে ৪*১০/১০০ এমবিপি এসল্যান পোর্ট ও ১*১০/১০০ এমবিপি এসওয়্যান পোর্ট ইন্টারফেস, ৪*৫ডিবিআই ফিক্সড অ্যান্টিনা, অ্যাডাপ্টর সিকিউরিটি এবং প্যারেন্টাল কন্ট্রোল। দারুণ সব সুবিধা সমৃদ্ধ রাউটারটির মূল্য ৩ হাজার ২০০ টাকা। পণ্যটি কিনতে বা যেকোন তথ্য জানতে যোগাযোগ করুন গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেডের যেকোন শাখায়।
(বিডি প্রেস রিলিস/১১ মার্চ/এসএম)
Posted on মার্চ ১৫th, ২০২৩
Posted on মার্চ ১৫th, ২০২৩
Posted on মার্চ ১২th, ২০২৩
Posted on মার্চ ৯th, ২০২৩
Posted on মার্চ ৯th, ২০২৩
Posted on মার্চ ৯th, ২০২৩
Posted on ফেব্রুয়ারি ২৭th, ২০২৩
Posted on ফেব্রুয়ারি ২৭th, ২০২৩
Posted on ফেব্রুয়ারি ২৬th, ২০২৩
Posted on ফেব্রুয়ারি ২৪th, ২০২৩