নিজস্ব প্রতিবেদক :: উপমহাদেশের জনপ্রিয় টু-হুইলার ব্র্যান্ড টিভিএস বাংলাদেশ প্রথমবারের মতো দ্রুততম অটোমেটিক বাইক ওয়াশ মেশিনের উদ্বোধন করেছে। ১৮ ফেব্রুয়ারি ঢাকার তেজগাঁও এলাকায় মেশিনটি উদ্বোধন করেন টিভিএস অটো বাংলাদেশ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর জে. একরাম হুসাইন।
বাংলাদেশের দ্রুততম বাইক ওয়াশ সিস্টেম এটি। প্রথমে সাধারণ প্রেসারে বাইক ওয়াশ করে মেশিনটি। এরপর বিশেষ ধরনের বাইক পরিস্কারক শ্যাম্পু মেশিনটি পুরো বাইকে স্প্রে করবে। সবশেষে পুরো প্রেসারে আবার পানি দিয়ে পুরো মোটরসাইকেল পরিস্কার করে।
সবমিলিয়ে বাইকের সম্পূর্ণ ওয়াশ সম্পন্ন করতে মেশিনটি সময় নেয় মাত্র দুই মিনিট। সাপ্তাহিক বন্ধ ব্যতিত ছয় দিন টিভিএস তেজগাঁও সার্ভিস সেন্টারের পাশাপাশি মিরপুর ৬০ ফিটে টিভিএস এর অনুমোদিত ডিলার সেলস্ পয়েন্টে সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত টিভিএস’র যেকোন বাইক এই মেশিনে ওয়াশ করা যাবে।
মেশিনটি চালানোর টিউটোরিয়াল ভিডিও লিঙ্ক হলো- https://www.youtube.com/watch?v=Tkh293UsXcE ।উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- টিভিএস অটো বাংলাদেশ লিমিটেডের সিইও বিপ্লব কুমার রায়, বিজনেস হেড (টু-হুইলার)মৃগেন ব্যনার্জি, সার্ভিস হেড জনাব সৌরভ বোসসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
বিডি প্রেসরিলিস /২০ ফেব্রুয়ারি ২০২১ /এমএম
Posted on মার্চ ৪th, ২০২১
Posted on মার্চ ৪th, ২০২১
Posted on মার্চ ৪th, ২০২১
Posted on মার্চ ১st, ২০২১
Posted on মার্চ ১st, ২০২১
Posted on ফেব্রুয়ারি ২৮th, ২০২১
Posted on ফেব্রুয়ারি ২৭th, ২০২১
Posted on ফেব্রুয়ারি ২৭th, ২০২১
Posted on ফেব্রুয়ারি ২৭th, ২০২১
Posted on ফেব্রুয়ারি ২৭th, ২০২১