নিউজ ডেস্ক :: টাঙ্গাইল সদর উপজেলার জনবান্ধব, দক্ষ ও সফল নির্বাহী কর্মকর্তা জিনাত জাহান তার শেষ কর্মদিবসে ব্যতিক্রধর্মী আয়োজনের মধ্য দিয়ে বিদায় নিলেন।
টাঙ্গাইল জেলা পরিষদের সচিব পদে পদায়িত হলেন তিনি। শ্রদ্ধা ও ভালোবাসায় আজ ৭ অক্টোবর রবিবার উপজেলা পরিষদে বিদায় অনুষ্ঠানের আয়োজন করে টাঙ্গাইল সদর উপজেলা প্রশাসন, অফিসার ক্লাবসহ অন্যান্যরা।
শেষ কর্মদিবস ও বিদায় সংবর্ধনা উপলক্ষে তিনি প্রাথমিক ও মাধ্যমিক শতাধিক শিক্ষার্থীর মাঝে স্কুল ব্যাগ ও ইতিহাস ভিত্তিক বই বিতরণ করেন। এরপর উপজেলা প্রাঙ্গনে নবনির্মিত শহীদ মিনারের উদ্বোধন করেন।
এছাড়াও প্রায় দুইশত বছরের পুরাতনকুকুরিয়া কবরস্থানের গেট নির্মানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দুই লাখ টাকার চেক প্রদান করেন।
বিদায়ী অনুষ্ঠানে বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট খোরশেদ আলম, মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সায়েদুর রহমান, সহকারি কমিশনার (ভূমি) সুখময় সরকার, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড টাঙ্গাইল জেলা শাখার সাধারন সম্পাদক মো. রাশেদ খান মেনন (রাসেল), সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আব্বাস আলী, মহিলা ভাইস চেয়ারম্যান লায়লা আক্তার লিপি, ১২টি ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা। এ সময় প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, বিদায়ী এই কর্মকর্তা তার কর্মদক্ষতায় উপজেলাবাসীর হৃদয়ে স্থান করে নিয়েছেন।
বিডি প্রেস রিলিস/৭ অক্টোবর ২০১৮/এসএম
Posted on মার্চ ১৯th, ২০২৫
Posted on মার্চ ১৮th, ২০২৫
Posted on মার্চ ৬th, ২০২৫
Posted on মার্চ ৬th, ২০২৫
Posted on মার্চ ৩rd, ২০২৫
Posted on মার্চ ৩rd, ২০২৫
Posted on মার্চ ৩rd, ২০২৫
Posted on ফেব্রুয়ারি ৬th, ২০২৫
Posted on ফেব্রুয়ারি ৬th, ২০২৫
Posted on জানুয়ারি ৮th, ২০২৫