নিউজ ডেস্ক :: বর্ণিল আয়োজনে চট্টগ্রামের ইউনুস্কো সিটি সেন্টারের ৬ষ্ঠ তলায় উপমহাদেশের শীর্ষস্থানীয় অভিজাত ফ্যাশন হাউজ প্রেম’স কালেকশন্স এর শোরুমের উদ্বোধন করলেন অভিনেত্রী জয়া আহসান। এ উপলক্ষে গত বুধবার শোরুমটিতে বসে তারার মেলা। জয়া আহসান এবং মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৮ ঐশীর উপস্থিতিতে উদ্বোধনী অনুষ্ঠানটি গ্ল্যামারাস হয়ে ওঠে।
উদ্বোধনকালে অভিনেত্রী জয়া আহসান প্রেমস কালেকশনের পোশাকের ভূয়সী প্রশংসা করে বলেন, আমার মনে হয়েছে পোশাকের মান ও ডিজাইনের নতুনত্বের জন্য প্রেমস কালেকশন্স শুরু থেকেই আলাদা।
প্রেম’স কালেকশনের ডিরেক্টর ও প্রধান ডিজাইনার প্রেম বম্বানি শুভেচ্ছা বক্তব্যে বলেন, চট্টগ্রামের ফ্যাশন সচেতনদের জন্য শোরুম করার ইচ্ছা আমার দীর্ঘদিনের। এখানকার অনেকেই ঢাকায় এবং বিদেশে গিয়ে আমার ডিজাইন করা পোশাক বেশি দামে ক্রয় করেন। এখন থেকে আপনার শহরে প্রেমস কালেকশনে পাবেন উপমহাদেশের এক্সক্লুসিভ সব ডিজাইনের পোশাক। বিশেষ করে করে বিয়ের শাড়ি, লেহেঙ্গা, গাউন ও শেরওয়ানীর এমন কালেকশন ও এক্সক্লুসিভ ডিজাইন আর কোথাও পাবেন না। গত ২৫ বছর যাবত আমি এ দেশের ফ্যাশনের সাথে জড়িত। আমি জানি এখানকার ফ্যাশনপ্রিয় মানুষের চাহিদা, সে অনুযায়ী এক্সক্লুসিভ সব ডিজাইন নিয়ে এসেছি আপনার শহরে।
বিডি প্রেস রিলিস/১০ অক্টোবর ২০১৮/এসএম
Posted on এপ্রিল ৩০th, ২০২৫
Posted on এপ্রিল ৩০th, ২০২৫
Posted on এপ্রিল ৩০th, ২০২৫
Posted on এপ্রিল ৩০th, ২০২৫
Posted on এপ্রিল ৩০th, ২০২৫
Posted on মার্চ ১৯th, ২০২৫
Posted on মার্চ ১৮th, ২০২৫
Posted on মার্চ ৬th, ২০২৫
Posted on মার্চ ৬th, ২০২৫
Posted on মার্চ ৩rd, ২০২৫