নিউজ ডেস্ক :: জেসিআই ঢাকা ইস্টের ২০তম প্রতিষ্ঠা বার্ষিকী ১২ অক্টোবর রাজধানীর গুলশান ক্লাবে এক বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনালের যাত্রার ২০ বছর উদযাপন করার উদ্দেশ্যেই এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতেই জেসিআই ঢাকা ইস্টের জেনারেল এসেম্বলি অনুষ্ঠিত হয়। এর মাধ্যমে আসিব মুস্তাবা আকরামকে ২০১৮/২০১৯ সালের সভাপতি নির্বাচিত করা হয়।
উল্লেখ্য, ২০১৭/২০১৮ সালের প্রেসিডেন্ট ছিলেন মাহমুদ উন নবী। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওয়াকার এ চৌধুরী, জেসিআই ঢাকা ইস্টের প্রতিষ্ঠাতা সভাপতি, ফাইয়াজ আতিকুল ইসলাম, জেসিআই বাংলাদেশে সভাপতি, মাহমুদ উন নবী, এলদেম ফারুকী, রুমানা চৌধুরী, সাইফ খন্দকার সহ আরো অনেকে।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন ওয়াকার চৌধুরী। নতুন সভাপতিকে তিনি শুভেচ্ছা জানিয়েছেন। মাহমুদ উন নবী তার বক্তব্যে বলেন, ‘এই সুযোগটাই আমার জন্য অনেক বড়ো পাওয়া। আলাদা আলাদা জায়গা থেকে সবাইকে একত্র করে একসঙ্গে কাজ করতে পাড়ার সুযোগটা আমি খুব উপভোগ করেছি ল।’
নতুন সভাপতি আসিব বলেন, ‘আমাকে অনেক বড় দায়িত্ব দেয়া হয়েছে। আমি আশা করছি এই দায়িত্ব আমি ঠিকভাবে পূরণ করতে পারব, সবাইকে নিয়ে একসঙ্গে কাজ করতে পারব, সবার সহযোগিতা আমার কাম্য।’
২০১৮ সালের হিস্ট্রি বুকের মোড়ক উন্মোচন ছিল বাড়তি আকর্ষণ।পাশাপাশি অপরাজেয় বাংলাদেশের খুদে শিল্পীদের নৃত্য ছিল অনুষ্ঠানের সবচেয়ে বড় চমক।
বিডি প্রেস রিলিস/১৪ অক্টোবর ২০১৮/এসএম
Posted on মার্চ ২৫th, ২০২৩
Posted on মার্চ ২৫th, ২০২৩
Posted on মার্চ ১৫th, ২০২৩
Posted on মার্চ ১৫th, ২০২৩
Posted on মার্চ ১২th, ২০২৩
Posted on মার্চ ৯th, ২০২৩
Posted on মার্চ ৯th, ২০২৩
Posted on মার্চ ৯th, ২০২৩
Posted on ফেব্রুয়ারি ২৭th, ২০২৩
Posted on ফেব্রুয়ারি ২৭th, ২০২৩