নিজস্ব প্রতিবেদক :: সৌন্দর্যেও পাশাপাশি নিরাপত্তার কথা মাথায় রেখে ওয়্যারলেস সংযোগ সুবিধায় হাইব্রিড বায়োমেট্রিক লক বাজারে এনেছে চীনের বায়েমেট্রিক সেবাদাতা প্রতিষ্ঠান জেডকেটেকো। এইচবিএল ১০০ ও এইচবিএল ২০০ মডেলের দুটি লক সিস্টেম নিচ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে সক্ষম। হাইব্রিড বায়োমেট্রিক সুবিধার এ লকে ফেসিয়াল রিকগনিশন প্রযুক্তি ব্যবহারের সুবিধা রয়েছে। এক সেকেন্ডের কম সময়ে ফেস অ্যালগরিদম ভি৭.০ ব্যবহার করে ফেস রিকগনিশন ব্যবহার করে এ ডিভাইসটি। এতে রয়েছে ২.৮ ইঞ্চি মাপের ক্যাপাসিটিভ স্ক্রিন।
মোবাইল অ্যাপের সাহায্যে ব্যবহারকারী এক দরজায় একজনের বেশি মানুষের প্রবেশ নিয়ন্ত্রণ করতে পারবেন। লক আউট মোড, স্মার্ট অ্যালার্ম ও রিভার্সিবল অপারেশন সুবিধার কারণে এটি বাজারের অন্য ডিভাইসের চেয়ে এগিয়ে।
জিংক অ্যালয়ে তৈরি এ লক অত্যন্ত টেকসই এবং অত্যন্ত প্রতিকূল পরিবেশে সহনীয়। ব্যাটারিচালিত লকটিকে একবার চার্জ দিলে সাড়ে ৬ হাজার বার ব্যাবহার করা যায়। ব্যাটারির চার্জ কমে গেলে সংকেত দিবে এবং তখন সাধারণ তালার মতো কাজ করবে। একাধারে সাধারণ লক সিস্টেম এবং আধুনিক স্টাইলিশ পণ্য হিসেবে ব্যবহারকারীকে মুগ্ধ করবে এ ডিভাইস। বিস্তারিত জানা যাবে জেডকেটেকোর www.zkteco.com.bd ওয়েবসাইটে।
বিডি প্রেসরিলিস / ২৪ নভেম্বর ২০১৯ /এমএম
Posted on অক্টোবর ১৬th, ২০২৫
Posted on আগস্ট ১৯th, ২০২৫
Posted on মে ২৮th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫