Follow us

ছুটির দিনে জমজমাট আইডিবি মেলা

নিজস্ব প্রতিবেদক :: আজ শুক্রবার ৬ জানুয়ারি ২০২৩ চলছে ‘সিটি আইটি মেগা ফেয়ার ২০২২’ এর ৯ম দিন। শুক্রবার ছুটির দিন হওয়াতে মেলাতে সকাল থেকে ক্রেতা-দর্শনার্থীদের ভিড়। তাদের সমাগমে মেলা প্রাঙণ মুখোরিত। বিসিএস কম্পিউটার সিটি (আইডিবি) এর আয়োজনে দেশের বৃহত্তম কম্পিউটার ও ল্যাপটপ মেলা চলবে ৭ জানুয়ারি ২০২৩ পর্যন্ত। অর্থাৎ আর মাত্র ১ দিন বাকি। আগামীকাল শনিবার মেলার পর্দা নামবে।

রাজধানীর আগারগাঁও এর আইডিবি ভবনে ‘প্রযুক্তির সোপানে উৎকর্ষের শীর্ষে’ স্লোগানে মেলা প্রতিদিনের মতো ১০টায় শুরু হয়ে শেষ হবে রাত ৮টায়। তবে মেলাতে প্রতিদিনের মতো আজও নানা ধরনের আয়োজন ছিল। দেশসেরা ইউটিউবারদের উপস্থিতি মেলায় আসা দর্শনার্থীদের বেশ উৎসাহিত করে তোলে। তারা তাদের ভক্তদের সঙ্গে কথা বলেন, সেলফি তোলেন এবং প্রযুক্তিপণ্য নিয়ে নানা ধরনের আলোচনা করেন।

ছুটির দিনে অনেকে আইডিবির মেলাতে আসে কম্পিউটার ও ল্যাপটপ কিনতে। অনেকে নিজের কম্পিউটার আপগ্রেড করার জন্যও নিয়ে আসেন। অনেকে টুকিটাকি প্রয়োজনী প্রযুক্তিপণ্যের খোঁজে এবং কিনতে মার্কেটে ভিড় করেন। মেলার শেষ দিকে আইডিবি মার্কেটে এবং প্যাভিলন ও স্টলে আরো বাড়তি অফার-উপহারের হিরিক পড়েছে। ব্র্যান্ডগুলো থেকে পণ্য কিনলে নিশ্চিত উপহার মিলছে। তাই শীত উপেক্ষা করেও মেলাতে আসছে সকাল থেকে নানা শ্রেণি পেশার মানুষ ।

আয়োজকরা জানান, এবারের ‘সিটি আইটি মেগা ফেয়ার ২০২২’ মেলায় স্পন্সর প্রতিষ্ঠানের ৬টির (আসুস, ডেল, গিগাবাইট, এইচপি, লেনেভো এবং লজিটেক) প্যাভিলন রয়েছে। মেলায় স্পন্সর প্রতিষ্ঠানের প্যাভিলন ছাড়াও পার্টিসিপেন্ট হিসেবে স্টলে রয়েছে ইন্টারনেট সরবরাহকারী প্রতিষ্ঠান স্টারগেট কমিউনিকেশন লিমিটেড, সিকিউরিটি ডিভাইস শিমো, কন্সালটেন্সি ফার্ম এএইচজেড অ্যাসোসিয়েট এবং বাংলাদেশ টেলিফোন শিল্প সংস্থার বিশ্বমানের দোয়েল ল্যাপটপ। মেলায় দর্শনার্থীদের জন্য রয়েছে এমএসআই এর সৌজন্যে গেমিং কম্পিটিশন, এক্সপি-পেন এর সৌজন্যে চিত্রাংকন প্রতিযোগিতা, টেন্ডা রাউটার সৌজন্যে ফটোগ্রফি কম্পিটিশন।

প্যাভিলন, স্টল এবং মার্কেটে ক্রেতা-দর্শনার্থীদের ভিড়ে মুখরিত পরিবেশ। মেলার ৯ম দিন হলেও কেনাকাটায় আর মেলা ঘুরে দেখতে ক্রেতা-দর্শনার্থীদের আগ্রহের কমতি নেই। কম্পিউটার ও ল্যাপটপ কিনতে আসা ক্রেতারা নিজের পছন্দমতো পণ্য দেখে-শুনে যাচাই করে নিতে পারছেন। এছাড়া আইডিবির দোকানগুলোতেও দিচ্ছে নানা ধরনের অফার। শিক্ষার্থীদের ‘সিটি আইটি মেগা ফেয়ার ২০২২’ রয়েছে বিশেষ সুবিধা। কোনো কিছু না কিনেও শুধু মাত্র আইডি কার্ড দিয়ে র‌্যাফেল ড্রতে অংশ নিতে পারছে শিক্ষার্থীরা।

‘মেট্রোরেলের গতিতে কেনাকাটা হবে তুড়িতে’ বিষয়টি মাথায় রেখে মেলা চলাকালীন সময়ে ক্রেতাদের জন্য রয়েছে সকল পণ্যের উপর আকর্ষণীয় মূল্যছাড় ও পুরস্কার। এছাড়া দর্শনার্থীদের জন্য রয়েছে র‌্যাফেল ড্র এর মাধ্যমে আকর্ষণীয় পুরষ্কার জেতার সুযোগ।

বিডি প্রেসরিলিস / ০৬ জানুয়ারি  ২০২৩ /এমএম    


LATEST POSTS
ডেলের সেরা সল্যুশন প্রোভাইডার স্মার্ট টেকনোলজিস

Posted on জুলাই ১৬th, ২০২৪

বাজার মাতাতে অনার নিয়ে আসছে এআই পোট্রেইট মাস্টার অনার ২০০ এবং

Posted on জুলাই ১৬th, ২০২৪

তিন স্বর্ণসহ সাতটি রপ্তানি পদক পেল প্রাণ-আরএফএল

Posted on জুলাই ১৫th, ২০২৪

শাহ্জালাল ইসলামী ব্যাংকের ৩৮১তম সভা অনুষ্ঠিত

Posted on জুলাই ৬th, ২০২৪

ইসলামী ব্যাংকের ভাটিয়ারী উপশাখা উদ্বোধন

Posted on জুলাই ৬th, ২০২৪

বিকাশের স্টুডেন্ট অ্যাকাউন্ট ক্যাশলেস লেনদেনে প্রস্তুত করবে ভবিষ্যৎ প্রজন্মকে

Posted on জুলাই ৬th, ২০২৪

‘ফুডি’র পথচলা শুরু

Posted on জুলাই ৬th, ২০২৪

বাজারে শক্তিশালী ব্যাটারি নিয়ে ভিভোর নতুন স্মার্টফোন

Posted on জুলাই ৬th, ২০২৪

বিশ্বখ্যাত ফটোগ্রাফি স্টুডিও হারকোর্ট ফিচার নিয়ে আসছে স্মার্টফোন অনার ২০০ সিরিজ

Posted on জুনe ৩০th, ২০২৪

ঈদে অনার স্মার্টফোনে অবিশ্বাস্য ক্যাশব্যাক ও ১ বছর পর্যন্ত ফ্রি ইন্টারনেট

Posted on জুনe ৮th, ২০২৪