নিজস্ব প্রতিবেদক :: টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় ভালো কাজের স্বীকৃতি স্বরূপ নিয়মিত পুলিশ সদস্যদের মাঝে পুরস্কার প্রদান ও উৎসাহ দেন। এরই ধারাবাহিকতায় আগস্ট মাসের সফলতার স্বীকৃতি স্বরুপ বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় কয়েকজন চৌকস পুলিশ সদস্যকে পুরস্কৃত করেন। তাদের উপর অর্পিত দায়িত্ব পালনে তারা সব সময়ই সচেষ্ট ও সফল।
পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় বলেন, ভালো কাজের স্বীকৃতি প্রদান করলে যেকোনো মানুষেরই কাজের প্রতি মনোযোগ বেড়ে যায়। তারা আরো বেশি দায়িত্বশীল হন। তাই তাদের উৎসাহিত করতেই নিয়মিত এ ধরনের উদ্দ্যোগ গ্রহণ করি।
টাঙ্গাইলের বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে তিনি বলেন, পূর্বের তুলনায় টাঙ্গাইল জেলার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো। বর্তমানে টাঙ্গাইলে মাদক সমস্যা দূরীকরণে পুলিশ প্রশাসন সর্বোচ্চ সচেষ্ট রয়েছে। টাঙ্গাইলে এখন আর ইভটিজিং সমস্যাও নেই। আমি কমিউনিটি পুলিশিং কাযক্রম আরো অনেক জোরদার করেছি।
(বিডি প্রেস রিলিস/১৬ সেপ্টেম্বর ২০১৮/এসএম)
Posted on মার্চ ১৫th, ২০২৩
Posted on মার্চ ১৫th, ২০২৩
Posted on মার্চ ১২th, ২০২৩
Posted on মার্চ ৯th, ২০২৩
Posted on মার্চ ৯th, ২০২৩
Posted on মার্চ ৯th, ২০২৩
Posted on ফেব্রুয়ারি ২৭th, ২০২৩
Posted on ফেব্রুয়ারি ২৭th, ২০২৩
Posted on ফেব্রুয়ারি ২৬th, ২০২৩
Posted on ফেব্রুয়ারি ২৪th, ২০২৩