নিউজ ডেস্ক :: রেডিও এবিসি এবং কর্পোরেট ট্রেইনার ও লাইফ কোচ গোলাম সামদানি ডনের যৌথ উদ্যোগে ৫ অক্টোবর থেকে শুরু হয়েছে বিএসআরএম প্রযোজিত লুক হু ইজ টকিং।
অনুষ্ঠানে গোলাম সামদানি ইন্টারভিউ নেবেন দেশের বিভিন্ন সেক্টর থেকে উঠে আসা সেলিব্রিটিদের। শোনাবেন তাদের সফলতার পেছনের গল্প।
অনুষ্ঠানটির প্রথম পর্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভিন্ন ক্ষেত্রে পারদর্শী হিসেবে পরিচিত তাহসান খান। তিনি আলোচনা করেন তার আজকের এই মঞ্চে উঠে আসার পেছনের সংগ্রামের দিনের কথা।
উপস্থাপক এবং অতিথি দুজনেই বিশ্লেষণ করেন কিভাবে আজকের তরুণদের উদ্যোগী হয়ে ওঠা উচিত। তাদের সত্যিকারের প্রতিভা বিকশিত করে তোলা যায়।
অনুষ্ঠানটিতে আরো থাকেন ফেসবুকে অংশগ্রহণের মাধ্যমে নির্বাচিত একজন বিজয়ী প্রতিযোগী, যিনি অতিথি হিসেবে উপস্থিত ব্যক্তিকে হবেন তার সঠিক অনুমান করতে পেরেছিলেন। তিনি অনুষ্ঠানের দিন তাহসানের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করার সুযোগ পান।
অনুষ্ঠানের উপস্থাপক গোলাম সামদানি দেশের তরুণ ও কর্পোরেটদের বিভিন্নভাবে সহযোগিতার জন্যে কাজ করেন। শোর ইভেন্টে তাহসান খান তরুণদের নিজেদের লক্ষ্যের প্রতি আরো মনযোগী ও একাগ্র হয়ে ওঠার জন্যে পরামর্শ দেন।
এ ছাড়াও উপস্থাপক গোলাম সামদানি অনুষ্ঠানটির প্রতি নিজের আগ্রহ প্রকাশ করে বলেন, আমি সবসময়ই দেশের তরুণদের জন্যে বড় মঞ্চে কিছু করতে চেয়েছি। আমি মনে করি এই রেডিও শোর মাধ্যমে আমি সে লক্ষ্যের দিকে আরেক ধাপ এগিয়ে যাচ্ছি। আশা করি মানুষরা এই শোর মাধ্যমে তাদের প্রয়োজনীয় দিক-নির্দেশনা খুঁজে পাবে।
অনুষ্ঠানটি প্রচারিত হবে প্রতি শুক্রবার রাত ১১টা থেকে ১টা পর্যন্ত রেডিও এবিসি ৮৯.২ এফএমে।
বিডি প্রেস রিলিস/৯ অক্টোবর ২০১৮/এসএম
Posted on মার্চ ২৫th, ২০২৩
Posted on মার্চ ২৫th, ২০২৩
Posted on মার্চ ১৫th, ২০২৩
Posted on মার্চ ১৫th, ২০২৩
Posted on মার্চ ১২th, ২০২৩
Posted on মার্চ ৯th, ২০২৩
Posted on মার্চ ৯th, ২০২৩
Posted on মার্চ ৯th, ২০২৩
Posted on ফেব্রুয়ারি ২৭th, ২০২৩
Posted on ফেব্রুয়ারি ২৭th, ২০২৩