Follow us

ক্যানসার সচেতনতা বাড়াতে সহযোগিতা করছে বিপ্রপার্টি ডটকম

ক্যানসার সচেতনতা বাড়াতে সহযোগিতা করছে বিপ্রপার্টি ডটকম

নিজস্ব প্রতিবেদক :: ক্যানসার সচেতনতা বাড়াতে সহযোগিতা করছে দেশের রিয়েল এস্টেট খাতের সর্ববৃহৎ অনলাইন মার্কেটপ্লেস বিপ্রপার্টি ডটকম। চট্টগ্রাম ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি-সোশ্যাল ওয়েলফার সোসাইটি (সিআইইউ-এসডব্লিউএস) আয়োজিত ক্যানসার সচেতনতা প্রোগ্রাম ‘গো গ্রিণ-৩’ আয়োজন করছে। আগামী ৩০ মার্চ, বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে বিকাল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত এই প্রোগামের আয়োজন করা হয়েছে। এই প্রোগ্রামের টাইটেল স্পন্সর বিপ্রপার্টি ডটকম।

এই প্রোগ্রামের মূল উদ্দেশ্য ক্যানসার সম্পর্কে সচেতনতা বাড়ানো এবং যারা ক্যানসারে আক্রান্ত তাদের সহায়তা দেওয়া। এই প্রোগ্রামের আওতায় একটি সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সাংস্কৃতিক অনুষ্ঠানে পারফর্ম করবেন জনপ্রিয় সংগীতশিল্পী তাহসান খান। তবে এই অনুষ্ঠানে শুধুমাত্র সিআইইউ’র শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা অংশগ্রহণ করতে পারবেন। ফান্ড সংগ্রহ করতে গত ১০ মার্চ থেকে ক্যাম্পাসে একটি টিকিট বিক্রির বুথ স্থাপন করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এই কনসার্টে অংশগ্রহণ ক্যানসারে আক্রান্ত ব্যক্তি ও তাদের পরিবারে কিছুটা পরিবর্তন আনতে পারে।

সেমিনারে বিশিষ্ট শিক্ষাবীদ, সানশাইন গ্রামার স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা ও প্রিন্সিপাল মিসেস সাফিয়া গাজী রহমানকে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে এবং সিআইইউ’র উপাচার্য অধ্যাপক ডা. মাহফুজুল হক চৌধুরীও অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এছাড়াও ক্যানসার বিশেষজ্ঞ ডা. তাপস মিত্র ও পুষ্টিবীদ ডা. হাসিনা আক্তার লিপি অনুষ্ঠানে মূল বক্তা হিসেবে উপস্থিত থাকবেন। টেন মিনিটস স্কুলের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আয়মান সাদিককে অনুষ্ঠানের অতিথি বক্তা হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে।

বিপ্রপার্টি ডটকমের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মার্ক নসওয়ার্দী বলেন, ‘সিআইইউ-এসডব্লিউএস প্রথমবারের মতো ক্যানসার সচেতনতার বিষয়ে সেমিনারের আয়োজক করতে যাচ্ছে। ক্যানসার রোগীদের চিকিৎসা ও প্রতিরোধে সহায়তা করতে আমরা ওই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরে গর্বিত।’

সিআইইউ-সোশ্যাল ওয়েলফার সোসাইটি চট্টগ্রাম ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির একটি অলাভজনক সামাজিক সংগঠন। ২০১৩ সালে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই সংগঠন গড়ে তোলে। সামাজিক দায়বদ্ধতা কর্যক্রমে সম্পর্কে জানা ও অংশগ্রহণ করতে শিক্ষার্থীদের কাছে এটা একটা বড় প্ল্যাটফর্ম। চট্টগ্রামের এটিই সবচেয়ে পুরাতন ইউনিভার্সিটি ক্লাব। ক্লাবটি ইতোমধ্যে বিভিন্ন সামাজিক সচেতনতা ও প্রতিরোধ কর্মসূচি পালন করেছে, আগামীতে আরও করবে।

বিডি প্রেস রিলিস/২৯ মার্চ ২০১৯/ এমএম


LATEST POSTS
রিয়েলমি ও সোয়াপের চুক্তি স্বাক্ষর

Posted on মার্চ ২৫th, ২০২৩

রমজানে ইফতার বিতরণ ক্যাম্পেইন শুরু করল রবি

Posted on মার্চ ২৫th, ২০২৩

যাচাই ডট কম-একশপের কার্যক্রম শুরু

Posted on মার্চ ১৫th, ২০২৩

রিয়েলমি ফ্যান ফেস্ট ২০২২-এর বিজয়ীর নাম প্রকাশ

Posted on মার্চ ১৫th, ২০২৩

৪০০ শতাংশ বেশি বিক্রির রেকর্ড অপো রেনো এইট টি’র

Posted on মার্চ ১২th, ২০২৩

বেঙ্গল গ্রুপের নারী দিবস উদযাপন

Posted on মার্চ ৯th, ২০২৩

ওয়েস্টার্ন পোশাক নিয়ে ‘ঢেউ’-এর যাত্রা শুরু

Posted on মার্চ ৯th, ২০২৩

ওয়ালটন ফ্রিজ কিনে ১০১টি বাড়িভর্তি পণ্য ফ্রি পেলেন রামুর জসিম উদ্দিন

Posted on মার্চ ৯th, ২০২৩

৭০ মিলিয়ন ব্যবহারকারীর প্রথম পছন্দ অপো রেনো সিরিজ

Posted on ফেব্রুয়ারি ২৭th, ২০২৩

বাংলাদেশেই বিশ্বমানের সফটওয়্যার উৎপাদন করছে ইউনিসফট

Posted on ফেব্রুয়ারি ২৭th, ২০২৩