Follow us

ক্যানসার সচেতনতা বাড়াতে সহযোগিতা করছে বিপ্রপার্টি ডটকম

ক্যানসার সচেতনতা বাড়াতে সহযোগিতা করছে বিপ্রপার্টি ডটকম

নিজস্ব প্রতিবেদক :: ক্যানসার সচেতনতা বাড়াতে সহযোগিতা করছে দেশের রিয়েল এস্টেট খাতের সর্ববৃহৎ অনলাইন মার্কেটপ্লেস বিপ্রপার্টি ডটকম। চট্টগ্রাম ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি-সোশ্যাল ওয়েলফার সোসাইটি (সিআইইউ-এসডব্লিউএস) আয়োজিত ক্যানসার সচেতনতা প্রোগ্রাম ‘গো গ্রিণ-৩’ আয়োজন করছে। আগামী ৩০ মার্চ, বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে বিকাল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত এই প্রোগামের আয়োজন করা হয়েছে। এই প্রোগ্রামের টাইটেল স্পন্সর বিপ্রপার্টি ডটকম।

এই প্রোগ্রামের মূল উদ্দেশ্য ক্যানসার সম্পর্কে সচেতনতা বাড়ানো এবং যারা ক্যানসারে আক্রান্ত তাদের সহায়তা দেওয়া। এই প্রোগ্রামের আওতায় একটি সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সাংস্কৃতিক অনুষ্ঠানে পারফর্ম করবেন জনপ্রিয় সংগীতশিল্পী তাহসান খান। তবে এই অনুষ্ঠানে শুধুমাত্র সিআইইউ’র শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা অংশগ্রহণ করতে পারবেন। ফান্ড সংগ্রহ করতে গত ১০ মার্চ থেকে ক্যাম্পাসে একটি টিকিট বিক্রির বুথ স্থাপন করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এই কনসার্টে অংশগ্রহণ ক্যানসারে আক্রান্ত ব্যক্তি ও তাদের পরিবারে কিছুটা পরিবর্তন আনতে পারে।

সেমিনারে বিশিষ্ট শিক্ষাবীদ, সানশাইন গ্রামার স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা ও প্রিন্সিপাল মিসেস সাফিয়া গাজী রহমানকে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে এবং সিআইইউ’র উপাচার্য অধ্যাপক ডা. মাহফুজুল হক চৌধুরীও অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এছাড়াও ক্যানসার বিশেষজ্ঞ ডা. তাপস মিত্র ও পুষ্টিবীদ ডা. হাসিনা আক্তার লিপি অনুষ্ঠানে মূল বক্তা হিসেবে উপস্থিত থাকবেন। টেন মিনিটস স্কুলের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আয়মান সাদিককে অনুষ্ঠানের অতিথি বক্তা হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে।

বিপ্রপার্টি ডটকমের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মার্ক নসওয়ার্দী বলেন, ‘সিআইইউ-এসডব্লিউএস প্রথমবারের মতো ক্যানসার সচেতনতার বিষয়ে সেমিনারের আয়োজক করতে যাচ্ছে। ক্যানসার রোগীদের চিকিৎসা ও প্রতিরোধে সহায়তা করতে আমরা ওই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরে গর্বিত।’

সিআইইউ-সোশ্যাল ওয়েলফার সোসাইটি চট্টগ্রাম ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির একটি অলাভজনক সামাজিক সংগঠন। ২০১৩ সালে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই সংগঠন গড়ে তোলে। সামাজিক দায়বদ্ধতা কর্যক্রমে সম্পর্কে জানা ও অংশগ্রহণ করতে শিক্ষার্থীদের কাছে এটা একটা বড় প্ল্যাটফর্ম। চট্টগ্রামের এটিই সবচেয়ে পুরাতন ইউনিভার্সিটি ক্লাব। ক্লাবটি ইতোমধ্যে বিভিন্ন সামাজিক সচেতনতা ও প্রতিরোধ কর্মসূচি পালন করেছে, আগামীতে আরও করবে।

বিডি প্রেস রিলিস/২৯ মার্চ ২০১৯/ এমএম


LATEST POSTS
বাটা গ্রুপ-এর প্রতিষ্ঠা দিবস উদযাপন: বিশ্বজুড়ে স্মরণ আর প্রতিদানের একটি দিন

Posted on সেপ্টেম্বর ২৫th, ২০২৩

বাংলাদেশে টিকটকের ‘ক্লাইমেট অ্যাকশন’ ক্যাম্পেইন

Posted on সেপ্টেম্বর ২৪th, ২০২৩

মেট্রোরেল ও মিডিয়াকম লিমিটেডের মধ্যে চুক্তি স্বাক্ষর

Posted on সেপ্টেম্বর ১৫th, ২০২৩

ওয়ালটন বাজারে ছেড়েছে নেক্সজি সিরিজের নতুন মডেলের স্মার্টফোন

Posted on সেপ্টেম্বর ১৫th, ২০২৩

আকিজ বোর্ড ডিলার কনফারেন্স থেকে ঘোষণা এলো নতুন সব ইনোভেশনের

Posted on সেপ্টেম্বর ৮th, ২০২৩

মায়া অল ন্যাচারাল স্ক্যাল্প অ্যান্ড হেয়ার অয়েল : চুলে দিন ন্যাচারাল পুষ্টি

Posted on সেপ্টেম্বর ২nd, ২০২৩

অফিশিয়ালি বাংলাদেশে যাত্রা শুরু হলো প্যান্টনিক কলমের

Posted on সেপ্টেম্বর ২nd, ২০২৩

ফুডপ্যান্ডার প্যান্ডাপিকে যুক্ত হলো ম্যাডশেফ ও চিজ

Posted on আগস্ট ৩০th, ২০২৩

এয়ারটেলের সাথে দেশজুড়ে বন্ধুদের সব হবে অন্য লেভেলে

Posted on আগস্ট ২০th, ২০২৩

ইউডিটিসিএল এখন জেটি ইন্টারন্যাশনাল

Posted on আগস্ট ২০th, ২০২৩