নিউজ ডেস্ক :: বহুরৈখিক ফ্যাশনের রঙিন উপস্থাপনায় তরুণ প্রজন্মের ঝোঁক নতুন ট্রেন্ডের দিকে। এ কারণে তারুণ্যের বেশ খানিকটা অংশ উৎসবে বা সারাবছরই খুঁজে ফিরে ব্র্যান্ডস্টোরগুলোয় নতুন কী আসছে। ফ্যাশন জ্ঞানসমৃদ্ধ আধুনিক তরুণ তরুণী তাই পোশাকে বেছে নিচ্ছে স্বাচ্ছন্দ্যময় ডিজাইন আউটফিট। তাইতো তারুণ্যের চাহিদা থেকেই ট্রেন্ডি পণ্যের কেনাকাটা বাড়াতে এবং দ্রুত বাজার সম্প্রসারণে এবার ফ্যাশন ব্র্যান্ড ক্যাটস আই নিয়েছে নতুন উদ্যোগ।
সমসাময়িক ট্রেন্ড এবং তারুণ্য নির্ভর ফ্যাশনে ক্যাটস আইয়ের ডিজাইনারদের মুন্সিয়ানায় যোগ করা হয়েছে বৈচিত্র্যতা। বাড়তি সংযুক্ত হয়েছে যুৎসই টেইলরিং এবং মানসম্মত বৈচিত্রপূর্ণ কাপড় নির্বাচন। পাশাপাশি পণ্যের ডিজাইনে আধুনিকতার সাথে থাকছে ক্রেতা সাশ্রয়ী দাম। পণ্যের সার্বিক বিন্যাসেও এসেছে আধুনিকতা।
এবার স্মার্ট ক্যাজুয়াল ও শার্টগুলোর দাম থাকছে ১৬৬৬ টাকা থেকে। তরুণীদের জন্য স্লিভ, ফিটিংস এবং নেক লাইন ভিন্নতার লং প্যাটার্ন টপস পাওয়া যাবে ২৩৭১ টাকা থেকে ২৮৪৭ টাকার মধ্যেই। পণ্যের দাম সাশ্রয়ী করার পাশাপাশি দেশজুড়ে সব স্টোরে হাফহাতা শার্টে মিলবে ২৫ ভাগ ছাড়ের সুযোগও।
অন্যদিকে পূজোজুড়ে ক্যাটস আইয়ের ওয়েবসাইটে সব পণ্যে মিলবে ১০ থেকে ৫০ ভাগ ছাড় সুবিধা। স্টোরের পণ্য ঘরে বসে দেখতে এবং নতুন পণ্য কিনতে তাই ঢু মারতে পারেন www.catseye.com.bd এই ঠিকানায়।
বিডি প্রেস রিলিস/৪ অক্টোবর ২০১৮/এসএম)
Posted on মার্চ ১৫th, ২০২৩
Posted on মার্চ ১৫th, ২০২৩
Posted on মার্চ ১২th, ২০২৩
Posted on মার্চ ৯th, ২০২৩
Posted on মার্চ ৯th, ২০২৩
Posted on মার্চ ৯th, ২০২৩
Posted on ফেব্রুয়ারি ২৭th, ২০২৩
Posted on ফেব্রুয়ারি ২৭th, ২০২৩
Posted on ফেব্রুয়ারি ২৬th, ২০২৩
Posted on ফেব্রুয়ারি ২৪th, ২০২৩