নিজস্ব প্রতিবেদক :: পোশাক শিল্পে পণ্যের মান এবং ব্যবসায়িক সততা দিয়ে ফ্যাশন রিটেইল ব্যবসায় পুরানো নাম ‘ক্যাটস আই’ (Cats Eye)। যাত্রা শুরু হয়েছিল আশি দশকের প্রথমলগ্নে। ফেস্টিভ টু স্ট্রিট ফ্যাশনে প্রাণবন্ত কান্ডাড়ির ভূমিকায় থেকে ক্যাটস আই, পা রাখলো এবার চল্লিশে। দীর্ঘপথচলায় বদলে গেছে পোশাকের ঢং বা রং, বদলিয়েছে পোশাকের ব্র্যান্ড ক্যাটস আইও।
উন্নত টেইলরিং, প্যাটার্ন বৈচিত্র্যে সমকালীন ফ্যাশন ট্রেন্ড-সব কিছুতেই থেকেছে মুন্সিয়ানার ছাপ। এবার ব্র্যান্ডটির ৪০ বছর পূর্তিতে বছরজুড়েই থাকবে বিভিন্ন অফার। শুরুতেই ক্রেতারা পাচ্ছেন যেকোন পোশাকে ৪ দিনের জন্য ৪০ শতাংশ মূল্যছাড় সুবিধা। সকল শোরুমে ক্যাটস আইয়ের ৪০ বছর পূর্তি ছাড় উৎসব চলবে ১২ থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত। ক্যাটস আইয়ের পরিচালক সাদিক কুদ্দুস জানান, ক্যাটস আই প্রতিনিয়তই সময়কে ধারন করে ফ্যাশন ট্রেন্ডের পরিবর্তন নিয়ে কাজ করছে।
দীর্ঘসময়ের পথচলায় ব্র্যান্ডের প্রতি ক্রেতা আগ্রহ বাড়াতে এবার তাই থাকছে ৪ দিনের মূল্যছাড়। ১২-১৫ ফেব্রুয়ারি পর্যন্ত ক্যাটস আই, চল্লিশ বছর পূর্তিতে ৪০% মূল্যছাড় ঘোষনা করেছে। পাশাপাশি সারাবছর জুড়েই থাকবে নানা বর্ষপূর্তি চমক। ক্যাটস আই ওয়েবসাইট ও ফেসবুক ভেরিফাইড পেইজে থাকবে সর্বশেষ অফার আপডেট। এছাড়াও স্টোরের পাশাপাশি অনলাইনেও মিলবে হোম ডেলিভারি সুবিধাসহ ৪০% মূল্যছাড় সুবিধা। ওয়েবসাইট ঠিকানা : www.catseye.com.bd
বিডি প্রেসরিলিস /১৩ ফেব্রুয়ারি ২০২০ /এমএম
Posted on মার্চ ৪th, ২০২১
Posted on মার্চ ৪th, ২০২১
Posted on মার্চ ৪th, ২০২১
Posted on মার্চ ১st, ২০২১
Posted on মার্চ ১st, ২০২১
Posted on ফেব্রুয়ারি ২৮th, ২০২১
Posted on ফেব্রুয়ারি ২৭th, ২০২১
Posted on ফেব্রুয়ারি ২৭th, ২০২১
Posted on ফেব্রুয়ারি ২৭th, ২০২১
Posted on ফেব্রুয়ারি ২৭th, ২০২১