নিজস্ব প্রতিবেদক :: দেশের শ্রমজীবী মানুষদের কাছ থেকে সরাসরি সেবা গ্রহণ করার সুযোগ করে দিতে ‘সহকারী অ্যাপ’ উদ্বোধন করল সহকারী ডটকম লিমিটেড।
এই অ্যাপে ব্যবহারকারীরা যে কোনো ধরনের কাজ করানোর জন্য দক্ষকর্মী খুঁজে পাবেন। যারা তাদের দক্ষতা শেয়ার করে অর্থ উপার্জন করেন। যেমন, অফিস বা প্রাইভেট সহকারী, ঘরবাড়ি পরিষ্কারের কাজ, গ্রিহকর্মী, যে কোন ধরনের মেরামত, আইটি ও ফ্রিলান্সিং, ওয়েব ডিজাইন, অ্যাপ ডেভেলপমেন্ট, পার্ট টাইম/ফুল টাইম কর্মী ও আরও অনেক ধরনের কাজ করাতে পারেন।
সহকারী ডটকম লিমিটেড একটি সোশ্যাল এন্টারপ্রাইজ যা হেল্পিং হিউম্যান ফাউন্ডেশন ও এশিয়ান ইনফর্মেশন টেকনলজি লিমিটেড এর যৌথ উদ্যোগে চলমান।
সহকারী ডটকম-এর সিইও তাসনুবা লিয়া বলেন, ‘আমরা বাংলাদেশে এই ডিজিটাল প্ল্যাটফর্মটি চালু করার মাধ্যমে লাখো বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে কাজ করি এবং তাঁরা যাতে তাঁদের ডিজিটাল প্রোফাইল তৈরি করে দিয়ে তাঁদের অধিক কর্মের সুযোগ দিতে নিবেদিত। দক্ষ কর্মীরা এখন সহজেই সরাসরি বিভিন্ন কাজে, পার্ট টাইম বা ফুল টাইম, নিযুক্ত হতে পারে। এটি ব্যাপকভাবে কর্মসংস্থান সৃষ্টি এবং দারিদ্র্য বিমোচনে অবদান রাখবে এবং এ কারণে এটি জাতীয় স্বার্থের জন্য অধিক গুরুত্বপূর্ণ একটি উদ্যোগ।’
এ সেবাটি ব্যবহার করতে ব্যবহারকারীরা www.Shohokari.com অথবা Google Play ev Play Store এ সহকারী অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে পারেন এবং বিভিন্ন ধরনের কাজ করাতে পারেন।
এটি এখন ঢাকার বিভিন্ন এলাকায় চালু হয়েছে এবং শীঘ্রই সারাদেশে চালু করা হবে।
বিডি প্রেস রিলিস/২৭ মার্চ ২০১৯/ এমএম
Posted on নভেম্বর ৩rd, ২০২৪
Posted on নভেম্বর ৩rd, ২০২৪
Posted on নভেম্বর ৩rd, ২০২৪
Posted on অক্টোবর ৩০th, ২০২৪
Posted on অক্টোবর ৩০th, ২০২৪
Posted on অক্টোবর ৩০th, ২০২৪
Posted on অক্টোবর ৩০th, ২০২৪
Posted on অক্টোবর ২৭th, ২০২৪
Posted on অক্টোবর ২৭th, ২০২৪
Posted on অক্টোবর ১৩th, ২০২৪