নিজস্ব প্রতিবেদক :: কুল গেমস আওয়ার কর্পোরেট প্রিমিয়ার লিগ T20- এর প্রথম আসর শুরু হতে যাচ্ছে। গত ২৩ আগস্ট মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে টুর্নামেন্টের জার্সি উন্মোচন ও ক্যাপ্টেনের নাম ঘোষণা করা হয়।
টুর্নামেন্টের প্রথম আসরে ৬টি দল- দ্যা সিটি ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, দারাজ, এমকেআর সলিউশন লিমিটেড, স্টারগেজ ইন্টারন্যাশনাল এবং উইকেন্ড ক্রিকেট ক্লাব অংশগ্রহণ করছে। আগামী ২৬ আগস্ট MASCO সাকিব ক্রিকেট একাডেমিতে শুরু হয়ে ২৩ সেপ্টেম্বর, পুলিশ স্টাফ কলেজে শেষ হবে। রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে, যেখানে প্রতিটি দল প্রত্যেকের সাথে খেলার সুযোগ পাবে।
স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের পণ্য “কুল” টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক হিসেবে যুক্ত রয়েছে। টুর্নামেন্টের জার্সি উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শেখ আমিনুর রহমান (সিবিও, নগদ), ফজল মাহমুদ (সিনিয়র ম্যানেজার, স্কয়ার টয়লেট্রিজ), সেলিম (মার্কেটিং ডিরেক্টর, যমুনা গ্রুপ), গেমস আওয়ার প্রতিষ্ঠানের তিনজন পার্টনার আহসান রাজিব সাওকাত আলী মিয়া, শরীফ মহিউদ্দিন রকি এবং সাকিফ আহসান। মঞ্চে বক্তব্য প্রদান করেন সাবেক জাতীর ক্রিকেট দলের সদস্য হান্নান সরকার।
বিডি প্রেসরিলিস / ২৫ আগস্ট ২০২২ /এমএম
Posted on ডিসেম্বর ৪th, ২০২৩
Posted on ডিসেম্বর ৩rd, ২০২৩
Posted on ডিসেম্বর ২nd, ২০২৩
Posted on ডিসেম্বর ২nd, ২০২৩
Posted on ডিসেম্বর ২nd, ২০২৩
Posted on ডিসেম্বর ১st, ২০২৩
Posted on নভেম্বর ৩০th, ২০২৩
Posted on নভেম্বর ২৯th, ২০২৩
Posted on নভেম্বর ২৭th, ২০২৩
Posted on নভেম্বর ২৩rd, ২০২৩