নিজস্ব প্রতিবেদক :: সম্প্রতি চার্টার্ড ইউনিভার্সিটি কলেজ এবং জনপ্রিয় এইচআর ফার্ম এইচআর মার্ট বিডির যৌথ উদ্যোগে ‘Developing Effective Communication Skill in Corporate Life’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে কলেজটির ধানমণ্ডি ক্যাম্পাসে।
সেমিনারে প্রায় ৪০জন শিক্ষার্থী অংশ নেয়। সেমিনারে আলোচক হিসেবে ছিলেন সময়ের আলোচিত এইচআর প্রফেশনাল, পান্ডুঘর গ্রপের এইচআর বিভাগের ডিজিএম, এস এম আহ্বাবুর রহমান।
আহ্বাবুর রহমান কর্পোরেট কমিউনিকেশন সংক্রান্ত বিভিন্ন টিপস নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
তিনি উল্লেখ করেন- অনেকে মনে করেন, কর্পোরেট কমিউনিকেশন এ দক্ষ হওয়া মানেই ইংরেজিতে দক্ষ হওয়া, এটা পুরোপুরি সঠিক নয়। কমিউনিকেশন একটা আর্ট আর ইংরেজি হচ্ছে একটা ভাষা। ইংরেজি ছাড়া যেকোনো ভাষাতেই কমিউনিকেশন হতে পারে এমন কি সাইন ল্যাংগুয়েজেও কমিউনিকেশন হতে পারে। কমিউনিকেশন এ দক্ষ হতে হলে কতগুলু বিষয়ে মনোযোগী হতে হবে যেমন; আই কন্টাক্ট, ভয়েস টোন, বডি ল্যংগুয়েজ, কনফিডেন্স ইত্যাদি।
সেমিনার শেষে আলোচকের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন চার্টার্ড ইউনিভার্সিটি কলেজের ফাউন্ডার চেয়ারম্যান ড. আনিসুর রহমান খান।
বিডি প্রেস রিলিস/২ মে ২০১৯/ইএন
Posted on ফেব্রুয়ারি ৬th, ২০২৫
Posted on ফেব্রুয়ারি ৬th, ২০২৫
Posted on জানুয়ারি ৮th, ২০২৫
Posted on জানুয়ারি ১st, ২০২৫
Posted on ডিসেম্বর ৩rd, ২০২৪
Posted on ডিসেম্বর ৩rd, ২০২৪
Posted on নভেম্বর ২৬th, ২০২৪
Posted on নভেম্বর ২৬th, ২০২৪
Posted on নভেম্বর ১৭th, ২০২৪
Posted on নভেম্বর ১৭th, ২০২৪