নিজস্ব প্রতিবেদক :: নানা কর্মসূচির মধ্য দিয়ে ডেন্টাল সার্জনদের জাতীয় সংগঠন বাংলাদেশ ডেন্টাল সোসাইটি (বিডিএস) উদযাপন করেছে ‘ওয়ার্ল্ড ডেন্টিস্ট ডে’।
মঙ্গলবার ৬ মার্চ রাজধানীর ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউটে এ কর্মসূচি পালিত হয়। ইউনিলিভারের ওরাল কেয়ার ব্রান্ড পেপসোডেন্টের পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিডিএস এর সভাপতি ডা. আবুল কাসেম।
ওরাল হেলথের গুরুত্ব এবং প্রয়োজনীয়তা সম্পর্কে সবার মাঝে সচেতনতা বৃদ্ধি করার লক্ষ্যে বিডিএস এবং পেপসোডেন্ট দীর্ঘদিন ধরে এ অনুষ্ঠানের আয়োজন করে আসছে।
এ প্রচেষ্টা আগামী দিনেও অব্যাহত থাকবে বলে অনুষ্ঠানে আশাবাদ ব্যক্ত করা হয়। দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল শোভাযাত্রা, ডেমো চলচ্চিত্র ও বিজ্ঞাপন প্রদর্শন, মতবিনিময় ও সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে বিভিন্ন ডেন্টাল কলেজের অধ্যক্ষ, সার্জন এবং বিডিএস এর শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
(বিডি প্রেস রিলিস/৭ মার্চ/এসএম)
Posted on জানুয়ারি ৮th, ২০২৫
Posted on জানুয়ারি ১st, ২০২৫
Posted on ডিসেম্বর ৩rd, ২০২৪
Posted on ডিসেম্বর ৩rd, ২০২৪
Posted on নভেম্বর ২৬th, ২০২৪
Posted on নভেম্বর ২৬th, ২০২৪
Posted on নভেম্বর ১৭th, ২০২৪
Posted on নভেম্বর ১৭th, ২০২৪
Posted on নভেম্বর ১৭th, ২০২৪
Posted on নভেম্বর ৩rd, ২০২৪