নিজস্ব প্রতিবেদক :: বাংলাদেশের সর্ববৃহৎ কৃষি যন্ত্রসামগ্রী সরবরাহকারী প্রতিষ্ঠান এসিআই মটরস ও ভারতের শীর্ষ খনন যন্ত্র প্রস্তুতকারী প্রতিষ্ঠান কোবেলকো কন্সট্রাকশন ইকিউপমেন্ট ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড একটি ডিলারশিপ বিষয়ক সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে। বিশ্বের শীর্ষ চারটি খনন যন্ত্র প্রস্তুতকারী প্রতিষ্ঠানের মধ্যে অন্যতম জাপানের কোবেলকো কন্সট্রাকশন মেশিনারি (কেসিএম)-এর একটি অঙ্গপ্রতিষ্ঠান কোবেলকো কন্সট্রাকশন ইকিউপমেন্ট ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড।
এসিআই মটরস লিমিটেডের পক্ষ থেকে প্রতিষ্ঠানটির ম্যানেজিং ডিরেক্টর ও সিইও ডক্টর এফ. এইচ. আনসারি ও কোবেলকো কন্সট্রাকশন ইকিউপমেন্ট ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে প্রতিষ্ঠানটির অ্যাডভাইজর (ভারত ও দক্ষিণ এশিয়া) বিক্রম শর্মা উক্ত সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেন। এই চুক্তি স্বাক্ষরের ফলে আনুষ্ঠানিকভাবে কোবেলকো এক্সকাভেটরের বিপণন ও বিক্রয়ের দায়িত্ব পেলো এসিআই মটরস।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসিআই মটরস-এর এক্সিকিউটিভ ডিরেক্টর সুব্রত রঞ্জন দাস এবং এসিআই গ্রুপ ও কোবেলকো কন্সট্রাকশন ইকিউপমেন্ট ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের উচ্চ পদস্থ কর্মকর্তাবৃন্দ।
বিক্রয় পরবর্তী সেবার জন্য এসিআই মটরস ইতোমধ্যে ক্রেতাদের কাছে সুনাম অর্জন করেছে। প্রতিষ্ঠানটি কোবেলকো এক্সকাভেটর বাজারজাতকরণ ও বিক্রয় পরবর্তী সেবার মাধ্যমে বাংলাদেশের অবকাঠামোগত উন্নয়নে ভূমিকা রাখার প্রত্যাশা করছে।
(বিডি প্রেস রিলিস/১ মার্চ/এসএম)
Posted on জানুয়ারি ৮th, ২০২৫
Posted on জানুয়ারি ১st, ২০২৫
Posted on ডিসেম্বর ৩rd, ২০২৪
Posted on ডিসেম্বর ৩rd, ২০২৪
Posted on নভেম্বর ২৬th, ২০২৪
Posted on নভেম্বর ২৬th, ২০২৪
Posted on নভেম্বর ১৭th, ২০২৪
Posted on নভেম্বর ১৭th, ২০২৪
Posted on নভেম্বর ১৭th, ২০২৪
Posted on নভেম্বর ৩rd, ২০২৪