Follow us

এসিআই প্রিমিও প্লাস্টিকের ডিলার সম্মেলন

 

নিজস্ব প্রতিবেদক :: সম্প্রতি রাজধানীর তেজগাঁও-তে অবস্থিত এসিআই সেন্টারে অনুষ্ঠিত হয়ে গেলো প্লাস্টিক উৎপাদনকারী প্রতিষ্ঠান এসিআই প্রিমিও প্লাস্টিকের বার্ষিক ডিলার সম্মেলন। মহামারি পরিস্থিতির কারণে এক বছর বিরতির পর এসিআই প্রিমিও প্লাস্টিকস জাতীয় পর্যায়ের ডিলারদের জন্য এ অনুষ্ঠানের আয়োজন করে।

সম্মেলনে মোট ৩৩০ জন ডিলার উপস্থিত ছিলেন এবং তাদের মধ্যে থেকে ২০২০-২০২১ অর্থবছরে কোম্পানিতে অসামান্য অবদানের জন্য শীর্ষ ডিলারদের পুরস্কৃত করা হয়। সম্মেলনে ২০২৫-এর জন্য ভবিষ্যৎ পরিকল্পনা এবং ২০২১-২০২২ অর্থ বছরের কর্ম পরিকল্পনা তুলে ধরা হয়। একই সাথে অনুষ্ঠানে এসিআই প্রিমিও প্লাস্টিক ৬টি নতুন পণ্য প্রদর্শন করে। ডিলাররা প্রিমিও প্লাস্টিকের নতুন খেলনা এবং ফার্নিচারের নতুন ক্যাটাগরি সম্পর্কে জানতে পারে।

প্রিমিয়াফ্লেক্স প্লাস্টিকস লিমিটেড-এর ম্যানেজিং ডিরেক্টর ড. এফ এইচ আনসারী এবং এসিআই প্রিমিও প্লাস্টিকস লিমিটেড-এর বিজনেস ডিরেক্টর প্রদীপ কুমার পোদ্দারসহ এসিআই প্রিমিও প্লাস্টিকসের অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা সম্মেলনে উপস্থিত ছিলেন।

এসিআই প্রিমিও প্লাস্টিক:
এসিআই প্রিমিও প্লাস্টিক, প্রিমিয়াফ্লেক্স প্লাস্টিক লিমিটেড’র (এসিআই লিমিটেডের একটি সহায়ক কোম্পানি) একটি নতুন উদ্যোগ। এসিআই প্রিমিও প্লাস্টিক সবসময় ভোক্তাদের চাহিদাকে প্রাধান্য দিয়ে থাকে। নতুন নতুন পণ্যের উদ্ভাবন এবং আকর্ষণীয় ডিজাইনের মাধ্যমে আমরা ভোক্তাদের জীবনযাত্রার মান উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছি।

আমরা সর্বাধুনিক প্রযুক্তি এবং সর্বোত্তম মানবসম্পদ ব্যবহারের মাধ্যমে আমাদের পণ্য এবং সেবার গুণগত মান নিশ্চিত করে থাকি। আমাদের অন্যতম পণ্যগুলো হলো- প্লাস্টিকের আসবাবপত্র, খেলনা এবং গৃহস্থালি পণ্য। আমরা বিশ্বাস করি, উন্নতমানের প্রযুক্তি এবং উদ্ভাবনীয় ক্ষমতার উপর আমাদের ক্রমাগত বিনিয়োগ দেশের পাশপাশি বিশ্ব বাজারেও আমাদেরকে প্রিমিয়াম সলিউশন দিতে সক্ষম করে তুলবে।

বিডি প্রেসরিলিস / ১৭ জানুয়ারি ২০২২ /এমএম  


LATEST POSTS
একুশে বই মেলায় বিকাশ পেমেন্টে ১৫০ টাকা অফার

Posted on ফেব্রুয়ারি ৪th, ২০২৩

সোনালী ব্যাংকের সঙ্গে স্মার্ট টেকনোলজিসের ডাটা সেন্টার চুক্তি সম্পন্ন

Posted on ফেব্রুয়ারি ২nd, ২০২৩

একসঙ্গে কাজ করবে পেন্টাগন ইন্টারন্যাশনাল লিমিটেড ও বেবি কেয়ার এন্ড কমফোর্ট

Posted on জানুয়ারি ২৬th, ২০২৩

ডাচ্-বাংলা ব্যাংকের ২০২৩ সালের ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত

Posted on জানুয়ারি ২৪th, ২০২৩

বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যানের বাসভবনে সৌজন্য সাক্ষাৎ

Posted on জানুয়ারি ১৮th, ২০২৩

নভোএয়ারের এক দশক পূর্তি, সেরা এজেন্টদের পুরস্কার

Posted on জানুয়ারি ১৭th, ২০২৩

শেষ হলো ‘সিটি আইটি মেগা ফেয়ার ২০২২’

Posted on জানুয়ারি ৮th, ২০২৩

জাপানি শিশুপণ্য কোদোমোতে আরো নতুন ২ পণ্য

Posted on জানুয়ারি ৮th, ২০২৩

ছুটির দিনে জমজমাট আইডিবি মেলা

Posted on জানুয়ারি ৬th, ২০২৩

সিটি আইটি মেগা ফেয়ারের আজ চলছে ৮ম দিন

Posted on জানুয়ারি ৫th, ২০২৩