নিজস্ব প্রতিবেদক :: দেশের শীর্ষস্থানীয় স্যানিটারিওয়্যার ও বাথওয়্যার ব্র্যান্ড রোসা এবার টেক্নাওয়াড ২০২৪-এ ‘বেস্ট স্যানিটারিওয়্যার ম্যানুফ্যাকচারার ইন এশিয়া’র স্বীকৃতি অর্জন করেছে। এই অ্যাওয়ার্ড অনুষ্ঠানটি সিরামিক শিল্পের আন্তর্জাতিক অঙ্গনে অত্যন্ত মর্যাদাপূর্ণ।ইতালিভিত্তিক প্রতিষ্ঠান অ্যাচিম্যাক (দ্য অ্যাসোসিয়েশন অব ইতালিয়ান ম্যানুফ্যাকচারার্স অব সিরামিক মেশিনারি অ্যান্ড ইকুইপমেন্ট) এটি আয়োজন করে থাকে। এ বছর আকিজবশির গ্রুপকে এশিয়া অঞ্চলের বিজয়ী নির্বাচিত করার ক্ষেত্রে আকিজবশির-এর স্যানিটারিওয়্যার ম্যানুফ্যাকচারিং ইউনিটে ব্যবহৃত অত্যাধুনিক প্রযুক্তি ও অসাধারণ কলাকৌশল সমূহকে বিবেচনায় আনা হয়েছে।
গত বুধবার (২৫ সেপ্টেম্বর) ইতালির রিমিনিতে জমকালো আয়োজনে টেক্নাওয়ার্ড ২০২৪ অনুষ্ঠিত হয়। আকিজবশির গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শেখ বশির উদ্দিন তার প্রতিষ্ঠানের পক্ষ থেকে অ্যাওয়ার্ড গ্রহণ করেন।এছাড়া আকিজবশির গ্রুপের চিফ অপারেটিং অফিসার মোহাম্মদ খোরশেদ আলম ও অন্যান্য কর্মকর্তারা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বিডি প্রেসরিলিস / ০৩ অক্টোবর ২০২৪ /এমএম
Posted on নভেম্বর ৩rd, ২০২৪
Posted on নভেম্বর ৩rd, ২০২৪
Posted on নভেম্বর ৩rd, ২০২৪
Posted on অক্টোবর ৩০th, ২০২৪
Posted on অক্টোবর ৩০th, ২০২৪
Posted on অক্টোবর ৩০th, ২০২৪
Posted on অক্টোবর ৩০th, ২০২৪
Posted on অক্টোবর ২৭th, ২০২৪
Posted on অক্টোবর ২৭th, ২০২৪
Posted on অক্টোবর ১৩th, ২০২৪