নিজস্ব প্রতিবেদক :: দেশের অন্যতম তথ্যপ্রযুক্তি ও টেলিযোগাযোগ সেবাদাতা প্রতিষ্ঠান এডিএন টেলিকম লিমিটেডের বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে।প্রতিষ্ঠানের এক সংবাদ বিজ্ঞপ্তিতে রোববার রাজধানীর একটি হোটেলে ১৬তম এই সভা অনুষ্ঠানের কথা জানানো হয়।
সভায় সভাপতিত্ব করেন এডিএন টেলিকমের চেয়ারম্যান আসিফ মাহমুদ।সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এজিএমে প্রতিষ্ঠানটির বিগত বছরের উল্ল্যেখযোগ্য সাফল্য, ভবিষ্যৎ পরিকল্পনাসহ ব্যবসায়িক বিভিন্ন দিক শেয়ারহোল্ডারদের সঙ্গে আলোচনা করা হয়।
এজিএমে অন্যদের মধ্যে প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক হেনরি হিলটন, পরিচালক মইনুল ইসলাম, ওয়াকার আহমেদ চৌধুরী, নিয়াজ আহমেদ ও মাহফুজ আলী সোহেল এবং স্বতন্ত্র পরিচালক গোলাম রসুলসহ শেয়ারহোল্ডাররা উপস্থিত ছিলেন।সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিগত কয়েক বছর ধরে নিরবিচ্ছিন্ন ওয়্যারলেস, ফাইবার এবং স্যাটেলাইটের মাধ্যমে দেশে ও বিদেশে সাফল্যের সঙ্গে নিরাপদ ডাটা, ভয়েস এবং ইন্টারনেট সেবা দিয়ে আসছে এডিএন।
বিডি প্রেসরিলিস / ২৭ নভেম্বর ২০১৯ /এমএম
Posted on ডিসেম্বর ১১th, ২০১৯
Posted on ডিসেম্বর ১১th, ২০১৯
Posted on ডিসেম্বর ১১th, ২০১৯
Posted on ডিসেম্বর ১১th, ২০১৯
Posted on ডিসেম্বর ১১th, ২০১৯
Posted on ডিসেম্বর ১১th, ২০১৯
Posted on ডিসেম্বর ১১th, ২০১৯
Posted on ডিসেম্বর ১১th, ২০১৯
Posted on ডিসেম্বর ১০th, ২০১৯
Posted on ডিসেম্বর ১০th, ২০১৯