Follow us

এক্সিলেন্স বাংলাদেশের ক্যারিয়ার ইন মার্কেটিং ২৬ এপ্রিল

এক্সিলেন্স বাংলাদেশের ক্যারিয়ার ইন মার্কেটিং ২৬ এপ্রিল

নিজস্ব প্রতিবেদক :: এক্সিলেন্স বাংলাদেশ শিক্ষার্থীদের পড়াশোনার সেক্টর সম্পর্কে জানানোর জন্য বিভিন্ন আয়োজন করে থাকে। এবার ‘আখতার গ্রুপ নিবেদিত ক্যারিয়ার ইন মার্কেটিং’ শিরোনামে একটি অনুষ্ঠানের আয়োজন করেছে। আগামী ২৬ এপ্রিল রাজধানীর ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ ভবনে এটি অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানে অতিথি হিসেবে থাকবেন আখতার গ্রুপের এজিএম (ব্রান্ড অ্যান্ড মার্কেটিং) আশরাফুল ইনসান ইভান, লিডসাসের সিইও সাদিক আল সরকার, সিম্ফনি মোবাইলের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর এমএ হানিফ, রবি আজিয়াটা লিমিটেডের জিএম (এসএমই) মোহাম্মদ মনিরুল ইসলাম, টিম গ্রুপের এক্সিকিউটিভ ডিরেক্টর তৌফিকুর রহমান, ডেইলি স্টারের হেড অব মার্কেটিং তাজদীন হাসান, শোকেইস ম্যাগাজিনের বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার ও ফিয়েরোর ফাউন্ডার এবং সিইও সৈয়দ ইয়াসির আলম, ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের ব্রান্ড-মার্কেটিং স্টান্ডিং কমিটির চেয়ারম্যান সাঈদ রহমান, ড্যানিশ ফুড লিমিটেডের জিএম (ব্রান্ড) মোশাররফ হোসেন ভূঁইয়া, মেঘনা গ্রুপ অব ইন্ড্রাস্টিজের সিনিয়র ব্রান্ড ম্যানেজার- ক্যাটাগরি হেড সাজ্জাদ হোসাইন রনি, নগদের হেড অব ব্রান্ড মার্কেটিং মনসুরুল আজিজ, অ্যাসিস্ট ম্যানেজমেন্ট কনসাল্টিংয়ের সিইও কায়সার হামিদ এবং সেলস অ্যাম্বাসেডর বাংলাদেশের সহ-প্রতিষ্ঠাতা আকবর হোসাইন খান।

অনুষ্ঠানটির সহযোগিতায় রয়েছে শোকেইস ম্যাগাজিন, ডেল্টা এবং ফিয়েরো। লজিস্টিকস পার্টনার হিসেবে থাকবে লিডসাস। স্ট্রাটেজিক পার্টনার থাকবে সেলস অ্যাম্বাসেডর বাংলাদেশ। ব্রান্ডিং পার্টনার হিসেবে থাকবে টিম পিআর। মিডিয়া পার্টনার হিসেবে থাকবে জাগোনিউজ২৪.কম।

আয়োজনটি সব বিভাগের শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত। রেজিস্ট্রেশন ফি ৩শ’ টাকা। সেক্ষেত্রে আপনাকে বিকাশ করতে হবে ০১৬৮৮৭৯৯৮২৯ (ব্যক্তিগত) ও ০১৭৭৫৮৭২৬৭৫ (ব্যক্তিগত) নম্বরে। বিকাশ করার পর ফোন করে নিশ্চিত করতে হবে আপনার শেষ ডিজিট। মেসেজ করে আপনার নাম, বিশ্ববিদ্যালয় কিংবা প্রতিষ্ঠানের নাম, ফোন নম্বর পাঠাবেন। ফিরতি মেসেজে কনফারমেশন দেওয়া হবে।

আয়োজনে দুপুরের খাবার, বিকেলের নাস্তা, সেশন কিটস, সনদ ও প্রবেশপত্র দেওয়া হবে। যে কোন তথ্যের জন্য কল করুন ০১৮২৪০২৪৭৪৪ নম্বরে।

আয়োজন সম্পর্কে প্রতিষ্ঠানের সিইও বেনজির আবরার বলেন, ‘আমরা অনেকেই মার্কেটিংয়ে পড়ি কিংবা ব্রান্ড-মার্কেটিং নিয়ে কাজ করার ইচ্ছা রাখি। কিন্তু আমরা অনেকেই মনে করি, মার্কেটিং মানে শুধুই রাস্তায় রাস্তায় ঘুরে পণ্য বিক্রি! আসলে কি তাই? অনেকেই ভাবেন, আমি পড়লাম মার্কেটিংয়ে কিন্তু জবমার্কেটটি আসলে কেমন?

বিডি প্রেস রিলিস/ ১৭ এপ্রিল ২০১৯/ এমএম


LATEST POSTS
ডেলের সেরা সল্যুশন প্রোভাইডার স্মার্ট টেকনোলজিস

Posted on জুলাই ১৬th, ২০২৪

বাজার মাতাতে অনার নিয়ে আসছে এআই পোট্রেইট মাস্টার অনার ২০০ এবং

Posted on জুলাই ১৬th, ২০২৪

তিন স্বর্ণসহ সাতটি রপ্তানি পদক পেল প্রাণ-আরএফএল

Posted on জুলাই ১৫th, ২০২৪

শাহ্জালাল ইসলামী ব্যাংকের ৩৮১তম সভা অনুষ্ঠিত

Posted on জুলাই ৬th, ২০২৪

ইসলামী ব্যাংকের ভাটিয়ারী উপশাখা উদ্বোধন

Posted on জুলাই ৬th, ২০২৪

বিকাশের স্টুডেন্ট অ্যাকাউন্ট ক্যাশলেস লেনদেনে প্রস্তুত করবে ভবিষ্যৎ প্রজন্মকে

Posted on জুলাই ৬th, ২০২৪

‘ফুডি’র পথচলা শুরু

Posted on জুলাই ৬th, ২০২৪

বাজারে শক্তিশালী ব্যাটারি নিয়ে ভিভোর নতুন স্মার্টফোন

Posted on জুলাই ৬th, ২০২৪

বিশ্বখ্যাত ফটোগ্রাফি স্টুডিও হারকোর্ট ফিচার নিয়ে আসছে স্মার্টফোন অনার ২০০ সিরিজ

Posted on জুনe ৩০th, ২০২৪

ঈদে অনার স্মার্টফোনে অবিশ্বাস্য ক্যাশব্যাক ও ১ বছর পর্যন্ত ফ্রি ইন্টারনেট

Posted on জুনe ৮th, ২০২৪