নিজস্ব প্রতিবেদক :: এইচপির ল্যাপটপ কিনে লটারিতে লাখপতি বনে গেছেন রুম্মান হোসেন নামের এক ক্রেতা। রাজধানীতে গতকাল শনিবার শেষ হওয়া ইসেট ল্যাপটপ মেলায় এইচপির চূড়ান্ত লটারিতে তিনি এক লাখ টাকা জিতে নেন।
এর আগে গত বৃহস্পতিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুরু হয়েছিল তিন দিনের ল্যাপটপ মেলা। মেলায় এইচপি বিভিন্ন ছাড় অফারের পাশাপাশি ল্যাপটপ কিনে লাখপতি হবার অফার দেয়। এছাড়াও স্ক্র্যাচ কার্ড ঘঁষে সর্বনিম্ন ৭০০ টাকা থেকে ২০ হাজার টাকা পর্যন্ত প্রাইজবন্ড জেতার সুযোগ ছিল।রুম্মান হোসেন মেলার শেষ দিনে একটি ল্যাপটপ কেনেন। এরপর স্ক্র্যাচ করে দেড় হাজার টাকার প্রাইজবন্ড পান।
মেলা শেষে এইচপির কর্মকর্তারা চূড়ান্ত র্যাফল ড্র করেন। সেখানেই লাখপতি অফারে নাম ওঠে রাজধানীর ধানমন্ডির বাসিন্দা রুম্মান হোসেনের।বিজয়ী রুম্মান হোসেনকে যোগাযোগ করে তার পুরস্কার নেবার জন্য জানান এইচপির কর্মকর্তারা।
বিডি প্রেস রিলিস / ১৪ জুলাই ২০১৯ /এমএম
Posted on ফেব্রুয়ারি ৬th, ২০২৫
Posted on ফেব্রুয়ারি ৬th, ২০২৫
Posted on জানুয়ারি ৮th, ২০২৫
Posted on জানুয়ারি ১st, ২০২৫
Posted on ডিসেম্বর ৩rd, ২০২৪
Posted on ডিসেম্বর ৩rd, ২০২৪
Posted on নভেম্বর ২৬th, ২০২৪
Posted on নভেম্বর ২৬th, ২০২৪
Posted on নভেম্বর ১৭th, ২০২৪
Posted on নভেম্বর ১৭th, ২০২৪