Follow us

ঈদ উপলক্ষে ইভ্যালী থেকে ভিভোর পণ্য কিনলেই ১০% ক্যাশ ভাউচার

ঈদ উপলক্ষে ইভ্যালী থেকে ভিভোর পণ্য কিনলেই ১০% ক্যাশ ভাউচার

নিজস্ব প্রতিবেদক :: ঈদ উপলক্ষে ইভ্যালী থেকে ভিভোর পণ্য কিনলেই ১০% ক্যাশ ভাউচার
ই-কমার্স সাইট ইভ্যালী থেকে ভিভোর যেকোন পণ্য ক্রয় করলেই ১০ শতাংশ ক্যাশ ভাউচার পাবেন গ্রাহকরা। আগামী ১৫ থেকে ২০ মে পর্যন্ত ‘ইভ্যালী ঈদ উৎসব’ চলবে।

সম্প্রতি ইভ্যালির নিজস্ব কার্যালয়ে ইভ্যালি এবং ভিভোর মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তিটি স্বাক্ষর করেন ইভ্যালীর প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাসেল এবং ভিভোর বিটুবি ও ই-কমার্স বিভাগের প্রধান মি: ডেভিড।

এই চুক্তির মাধ্যমে এখন থেকে ইভ্যালীতে ভিভোর সকল পণ্য পাওয়া যাবে। আসন্ন ‘ইভ্যালী ঈদ উৎসব’ উপলক্ষে ভিভোর যেকোন পণ্য ক্রয় করলেই গ্রাহকরা পাবেন ১০% ক্যাশ ভাউচার, যা ব্যবহার করে গ্রাহকরা ইভ্যালী থেকে সমমূল্যের যেকোন পণ্য ক্রয় করতে পারবেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইভ্যালী এবং ভিভোর উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ।

বিডি প্রেস রিলিস/ ৬ মে ২০১৯ / এমএম