Follow us

ঈদ আয়োজন নিয়ে এসেছে ফেইসরঙ

 

নিজস্ব প্রতিবেদক ::  ঈদ মানেই উৎসবের রঙে নিজেকে রাঙানো। আসছে রোজার ঈদে ফ্যাশন হাউস বিশ্বরঙ এর সহযোগী ব্র্যান্ড ‘ফেইসরঙ’ ফ্যাশন সচেতনদের জন্য নিয়ে এসেছে নতুন সব ট্রেন্ডি ডিজাইন।দেশীয় ঐতিহ্যের সঙ্গে আন্তর্জাতিক চলের সংমিশ্রণ ঘটিয়ে বাহারি নকশার পোশাক থাকছে আয়োজনে। পোশাকের কাটিংয়ে এবং প্যাটার্নে থাকছে বিশেষ ধরনের ভিন্নতা।

উৎসব এবং ঋতুর সাথে মিল রেখে অফ হোয়াইট, সাদা, লাল, মেরুন, রয়েল ব্লু, গ্রিন, গোল্ডেনসহ বিভিন্ন রঙ থাকছে পোশাকে। কাপড়ের ম্যাটেরিয়াল হিসেবে সুতি, লিনেন, তাঁত প্রভৃতি কাপড়কে প্রাধান্য দেওয়া হয়েছে গরমের কথা মাথায় রেখে। তবে সেহেতু উৎসবের পোশাক, তাই সিল্ক, মসলিন, তসর, জর্জেট প্রভৃতি কাপড় থাকছে উৎসবের আমেজ ফুটিয়ে তুলতে। কাজের মাধ্যম হিসাবে এসেছে এমব্রয়ডারি, জারদৌসী, কারচুপি, কাটওর্য়াক, স্ক্রিন প্রিন্টসহ মিশ্র মাধ্যমের নিজস্ব বিভিন্ন কৌশল।যে কেউ ঘরে বসেই শোরুমের সকল সামগ্রী কেনাকাটা করতে পারবে অনলাইনে।

বিডি প্রেসরিলিস / ১৯ এপ্রিল ২০২১ /এমএম