নিজস্ব প্রতিবেদক :: বাংলাদেশের সবচেয়ে বড় মার্কেটপ্লেস বিক্রয় ডট কম আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষে গ্রাহকদের জন্য নিয়ে এসেছে “রামাদান ডিলস”। এই অফারে গ্রাহকরা বিক্রয় ডিলস থেকে যেকোনো পণ্য কিনে জিতে নিতে পারবেন অসাধারণ কিছু উপহার।
এই ক্যাম্পেইনে পার্টনার হিসেবে থাকছে মিনিস্টার হাই-টেক পার্ক লিমিটেড, নোকিয়া এবং ইউএস-বাংলা এয়ারলাইন্স লিমিটেড। আজ এ সমঝোতা স্মারক স্বাক্ষরের মাধ্যমে ক্যাম্পেইনের ঘোষণা দেওয়া হয়। ক্যাম্পেইনটি চলবে ২৭ মে পর্যন্ত।
এই অফারটি পেতে গ্রাহকরা বিক্রয় ডিলস থেকে পণ্য কিনে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারেন। বিজয়ী গ্রাহকরা রেফ্রিজারেটর, টেলিভিশন, স্মার্টফোন ও কক্সবাজার ট্রিপ এর মতো চমকপ্রদ পুরস্কার জিতে নেওয়ার সুযোগ পাবেন। যেসকল গ্রাহক সর্বোচ্চ কেনাকাটা করবেন তাদের জেতার সম্ভাবনা তত বেশি। প্রতিযোগীদের মধ্য থেকে র্যাফেল ড্র-এর মাধ্যমে আটজনকে বিজয়ী ঘোষণা করা হবে।
বিজয়ী গ্রাহকদের জন্য নোকিয়ার সৌজন্যে প্রথম পুরস্কার হিসেবে থাকছে Nokia 4.2 স্মার্টফোন ও ইউএস-বাংলা এয়ারলাইন্স লিমিটেড এর সৌজন্যে ঢাকা-কক্সবাজার-ঢাকা কাপল টিকেট; দ্বিতীয় পুরস্কার হিসেবে থাকছে মিনিস্টার হাই-টেক পার্ক লিমিটেড এর সৌজন্যে একটি ৩০০ লিটার রেফ্রিজারেটর এবং তৃতীয় পুরস্কার হিসেবে থাকছে মিনিস্টার হাই-টেক পার্ক লিমিটেড এর সৌজন্যে একটি ৩২” স্মার্ট এল ই ডি টেলিভিশন। এছাড়াও অন্যান্য বিজয়ীদের জন্য থাকছে স্মার্টফোন, ঢাকা-কক্সবাজার-ঢাকা ট্রিপ এর মতো আকর্ষণীয় পুরস্কার।
পছন্দের পণ্য কিনতে গ্রাহকদের বিক্রয় ডিলস এ গিয়ে “Buy Now” এ ক্লিক করে অর্ডার করতে পারবেন। অর্ডার কনফার্ম হওয়ার পর গ্রাহকের জন্য একটি অর্ডার আইডি ধার্য করা হবে। সেই অর্ডার আইডি-টির মাধ্যমেই বিক্রয় ডট কম-এর কর্তৃপক্ষ বিজয়ী নির্ধারণ করবেন। ১২ জুন ২০১৯ এ বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে। বিক্রয় ডিলস হচ্ছে বিক্রয় ডট কম সার্ভিসের সবচেয়ে নতুন সংযোজন। এটি মূলত একটি ই-কমার্স সেকশন যা “Buy Now” ফিচারের মাধ্যমে হিসেবে ইলেকট্রনিক্স, কিচেন ও হোম অ্যাপ্লায়েন্স, ব্যাক্তিগত গ্রুমিং আইটেম, ট্র্যাভেল এক্সেসরিজ এবং আরও হাজারো পণ্য শতভাগ নিরাপত্তার সাথে ক্রেতাদের নিকট পৌঁছে দেয়।
বিডি প্রেস রিলিস/ ২০ মে ২০১৯ / এমএম
Posted on ফেব্রুয়ারি ৬th, ২০২৫
Posted on ফেব্রুয়ারি ৬th, ২০২৫
Posted on জানুয়ারি ৮th, ২০২৫
Posted on জানুয়ারি ১st, ২০২৫
Posted on ডিসেম্বর ৩rd, ২০২৪
Posted on ডিসেম্বর ৩rd, ২০২৪
Posted on নভেম্বর ২৬th, ২০২৪
Posted on নভেম্বর ২৬th, ২০২৪
Posted on নভেম্বর ১৭th, ২০২৪
Posted on নভেম্বর ১৭th, ২০২৪