নিজস্ব প্রতিবেদক:: সময়টা গরম হওয়ায় আসন্ন ঈদ পোশাকে টুয়েলভ ক্লদিংয়ে ফেব্রিক ও রঙে দেওয়া হয়েছে বিশেষ গুরুত্ব। পোশাকে কটনের ব্যবহারটাই করা হয়েছে বেশি। পোশাকের ডিজাইনের ক্ষেত্রেও থাকছে রুচিশীলতার ছাপ।
ট্রেন্ডি পোশাকগুলোর প্যাটার্নে ওয়েস্টার্ন স্টাইলের সঙ্গে থাকছে দেশি ঘরানার ফিউশন। ঈদ পোশাকে ব্যবহার করা হয়েছে আরামদায়ক নানা ধরনের কাপড়। এবারের ঈদের আয়োজনে থাকছে টপস, শর্ট টপস, টিউনিক,টি-শার্ট, ডেনিম, সালোয়ার কামিজ, গাউন, কুর্তি, হেরেম প্যান্ট, ডেনিম, সিগার প্যান্ট ও বাহারি ডিজাইন এবং পালাজ্জো।
ছেলেদের জন্য রয়েছে পাঞ্জাবি, শার্ট, টি-শার্ট, পোলো শার্ট, ডেনিম ও টুইল প্যান্টের বেচিত্র্যময় কালেকশন। শিশুদের জন্যও রয়েছে আকর্ষণীয় ডিজাইনের পোশাক।
ঈদ কালেকশন নিয়ে টুয়েলভ ক্লদিংয়ের সিইও ফাহমিদ ইসলাম বলেন, ঈদ মানেই নিত্য নতুন পোশাকের সম্ভার। স্টাইলিশ ফ্যাশনেবল তরুণ-তরুণীদের কথা মাথায় রেখে আমরা সব সময় বেচিত্র্যময় পোশাক তৈরি করি। এবারও টুয়েলভ কালেকশনে পাওয়া যাবে চমৎকার সব ফ্যাশনেবল পোশাক।
বিডি প্রেস রিলিস/ ২৬ মে ২০১৯ / এমএম
Posted on অক্টোবর ৪th, ২০২৪
Posted on অক্টোবর ৪th, ২০২৪
Posted on অক্টোবর ৪th, ২০২৪
Posted on অক্টোবর ৩rd, ২০২৪
Posted on অক্টোবর ৩rd, ২০২৪
Posted on সেপ্টেম্বর ২৯th, ২০২৪
Posted on সেপ্টেম্বর ২৬th, ২০২৪
Posted on সেপ্টেম্বর ২৬th, ২০২৪
Posted on সেপ্টেম্বর ২৬th, ২০২৪
Posted on সেপ্টেম্বর ১৮th, ২০২৪