Follow us

ইরা টেক টক মুক্ত আলোচনা সভা

ইরা টেক টক মুক্ত আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক :: সম্প্রতি ইরা ইনফোটেক লিমিটেডের সভাকক্ষে পঞ্চমবারের মতো ‘ইরা-টেক টক’ শীর্ষক আইডিয়া শেয়ারিং, সেমিনার ও মুক্ত আলোচনা সভা ইরার সর্বস্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়।

এবারের প্রতিপাদ্য ছিল ‘এন্টারপ্রেনরশিপ’। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রাফিকপিপলের ব্যবস্থাপনা পরিচালক ইমতিয়াজ এলাহী। অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন ইরা ইনফোটেক লিমিটেডের চিফ টেকনিক্যাল অফিসার তৌহিদুল হক।

অনুষ্ঠানে ইরা ইনফোটেক লিমিটিডের ম্যানেজার (সফটওয়্যার) তৌফিক মো. আব্দুস সাত্তার লিডারশীপ বিষয়ক একটি গুরুত্বপূর্ণ কর্মশালা পরিচালনা করেন। তৌফিকের কৌশলী উপস্থাপনায় কর্মশালায় অংশগ্রহনকারীরা নেতৃত্বের বিভিন্ন গুনাবলী ও তা নিজ কর্মস্থলে প্রয়োগের তাত্ত্বিক ও ব্যবহারিক জ্ঞান অর্জন করেন। ইরা ইনফোটেকের উপস্থিত কর্মীদের নেতৃত্বে সফল হওয়ার কৌশল ও বিভিন্ন কেস স্টাডির মাধ্যমে প্রশিক্ষন প্রদান করা হয়।

মুক্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে গ্রাফিকপিপলের ব্যবস্থাপনা পরিচালক ইমতিয়াজ ইলাহী বলেন, সব কিছু পুথিঁগত বিদ্যা দিয়ে আয়ত্ব করা যায় না। ক্যারিয়ারে উন্নতির জন্য বর্তমান সময়টাকেই বেশি প্রাধান্য দিতে হবে। আমাদের দেশে প্রচুর প্রযুক্তি বিষয়ক কাজ হয় এবং আমরা বিদেশেও তা রপ্তানি করছি। তিনি আরো বলেন, আমাদের দেশের শিক্ষা ব্যবস্থায় কর্মমুখি ও প্রযুক্তিনির্ভর বিষয় অন্তর্ভুক্তির পাশাপাশি শিক্ষার্থীদের এই বিষয়গুলোতে দক্ষ করে গড়ে তুলতে হবে।’ পরে তিনি কর্মীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ইরা ইনফোটেক লিমিটেডের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার আনোয়ার হোসেন, অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার এ এস এম নুরুন্নবীসহ প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

(বিডি প্রেস রিলিস/২৬ আগস্ট ২০১৮/এসএম)


LATEST POSTS
ফরিদপুর-১ আসনে আওয়ামীলীগ প্রার্থী আব্দুর রহমানের আত্মীয় আলফাডাঙ্গার ওসি! সাজানো প্রশাসন নিয়ে নিরপেক্ষ নির্বাচন হবে?

Posted on ডিসেম্বর ৪th, ২০২৩

ফাঁকা মাঠে গোলের সুযোগ নেই, প্রার্থিতা ফিরবে আপিলে

Posted on ডিসেম্বর ৩rd, ২০২৩

ইউনিলিভার বাংলাদেশ পেল ‘ডিইআই চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড’

Posted on ডিসেম্বর ২nd, ২০২৩

দেশে ইয়ামাহার নতুন দুই বাইক

Posted on ডিসেম্বর ২nd, ২০২৩

ফরিদপুর-১ আসনে এগিয়ে স্বতন্ত্র প্রার্থী আরিফুর রহমান দোলন

Posted on ডিসেম্বর ২nd, ২০২৩

ঢাকা-১৮ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিলেন খসরু চৌধুরী

Posted on ডিসেম্বর ১st, ২০২৩

ফরিদপুর-১ আসনের উন্নয়ন নিয়ে আরিফুর রহমান দোলনের ইতিবাচক ভাবনা

Posted on নভেম্বর ৩০th, ২০২৩

প্রিমিয়ার ব্যাংকের গুলশান এভিনিউ শাখার শুভ উদ্বোধন

Posted on নভেম্বর ২৯th, ২০২৩

আলফাডাঙ্গা-বোয়ালমারীতে আরিফুর রহমান দোলনের পক্ষে গণজোয়ার, স্বতন্ত্র প্রার্থী হতে জোর দাবি

Posted on নভেম্বর ২৭th, ২০২৩

১২ জিবি র‍্যামের নতুন অসাম স্মার্টফোন আইটেল এ৭০

Posted on নভেম্বর ২৩rd, ২০২৩