Follow us

ইফতার বিতরণ ক্যাম্পেইন শুরু করল রবি

 

নিজস্ব প্রতিবেদক :: দেশের বিভিন্ন প্রান্তে ও প্রত্যন্ত অঞ্চলে সুবিধাবঞ্চিত শিশুদের কাছে ইফতার পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছে রবি। এই উদ্যোগটি মূলত সেই সকল সুবিধাবঞ্চিত শিশুদের জন্য উদ্দেশ্য করে নেয়া হয়েছে যাদের কাছে সাধারণত পৌঁছানো যায় না।

বিদ্যানন্দ ফাউন্ডেশনের সহযোগিতায় চট্টগ্রাম, নোয়াখালি, রাজশাহী, রংপুর, খুলনা, কুষ্টিয়া, বরিশাল, কুমিল্লা ও ময়মনসিংহ জেলায় ৬ হাজারেরও বেশি শিশুর হাতে ইফতার পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছে রবি। এছাড়াও সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ইফতারের আনন্দ ছড়িয়ে দিতে রবি আয়োজন করবে ইফতার মাহফিল।

এই আয়োজনের সম্পূর্ণ পৃষ্ঠপোষক হিসেবে নিয়োজিত থাকা ছাড়াও রবি তার সকল গ্রাহকদের জন্য মাই রবি অ্যাপে বিদ্যানন্দ ফাউন্ডেশনের মাধ্যমে সুবিধাবঞ্চিত মানুষদের জন্য ইফতার ও সাহরি ডোনেশনের সুযোগ করে দেয়ার উদ্যোগ নিয়েছে।

এই উদ্যোগ সম্পর্কে রবি’র চিফ কর্পোরেট ও রেগুলেটরি অফিসার শাহেদ আলম জানান, সামাজিক দায়িত্ববোধ সম্পন্ন একটি প্রতিষ্ঠান হিসেবে পবিত্র রমজান মাসে এমন একটি উদ্যোগ নিতে পেরে রবি আনন্দিত। দেশজুড়ে শক্তিশালী নেটওয়ার্ক অবকাঠামো সম্পন্ন একটি শীর্ষস্থানীয় টেলকো ব্র্যান্ড হিসেবে আমরা মনে করি যে, সমাজের সুবিধাবঞ্চিত অংশের পাশে দাঁড়ানো আমাদের কর্তব্য, যারা সাধারণত এই উদ্যোগগুলোতে অন্তর্ভুক্ত হয় না।

তিনি আরও বলেন, আমাদের জন্য ব্যাপারটি অত্যন্ত সম্মানের ও আনন্দের হবে যদি আমাদের গ্রাহকেরা তাঁদের অনুদানের মাধ্যমে এই উদ্যোগের সাথে সম্পৃক্ত হয়। দেশের প্রত্যন্ত অঞ্চলে বসবাসকারী সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে ইফতার বিতরণের মাধ্যমে রমজানে দানশীলতার চেতনাকে সবার মাঝে জাগ্রত করাই এই উদ্যোগের উদ্দেশ্য।

বিডি প্রেসরিলিস / ২৪ এপ্রিল ২০২২ /এমএম   


LATEST POSTS
দেশের বাজারে আইটেল পি৫৫

Posted on ফেব্রুয়ারি ২২nd, ২০২৪

আবারও সময় বাড়লো মিনিস্টারের ‘নির্বাচনি অফারের’

Posted on ফেব্রুয়ারি ১০th, ২০২৪

পাঠাও ফুড-এর ‘ফুড ফেস্টিভাল’ ক্যাম্পেইন

Posted on ফেব্রুয়ারি ১০th, ২০২৪

নতুন মডেলের স্মার্টফোন, এসএসডি ও ক্যাশব্যাক অফারের উদ্বোধন

Posted on ফেব্রুয়ারি ১০th, ২০২৪

খাদ্যপণ্যের বিশাল সমাহার নিয়ে বাণিজ্য মেলায় প্রাণ

Posted on জানুয়ারি ৩১st, ২০২৪

গ্রামীণফোন নিয়ে এলো সহজ সব প্ল্যান

Posted on জানুয়ারি ৩১st, ২০২৪

সারা’য় বিশেষ শীত অফার

Posted on জানুয়ারি ৩১st, ২০২৪

দেশের বাজারে দুর্দান্ত ফিচারের স্মার্টফোন অনার এক্স৯বি

Posted on জানুয়ারি ২২nd, ২০২৪

কার্ভড ডিসপ্লের আইটেল এস ২৩+ উন্মোচন হলো দেশের বাজারে

Posted on জানুয়ারি ১৮th, ২০২৪

ফরিদপুর-১ আসনে দোলনের পক্ষে গণজোয়ার

Posted on জানুয়ারি ৪th, ২০২৪