Follow us

ইন্টারনেট ছাড়াই অনলাইন সেবা পাবেন ওয়ালটন মোবাইলের গ্রাহকরা

 

নিজস্ব প্রতিবেদক ::  ইন্টারনেট ছাড়াই ব্রেকিং নিউজ, গেমসসহ গ্রাহকদের নানা সেবা দেবে ওয়ালটন মোবাইল। এ লক্ষ্যে প্রযুক্তি প্রতিষ্ঠান এসএসএল ওয়্যারলেসের সঙ্গে চুক্তি করেছে ওয়ালটন। এই চুক্তির ফলে এসএমএসের (ক্ষুদে বার্তা) মাধ্যমে জরুরি সংবাদসহ বিভিন্ন সেবা পাবেন ওয়ালটন মোবাইলের গ্রাহকরা।গতকাল সোমবার রাজধানীর ওয়ালটন করপোরেট অফিসে উভয় পক্ষের মধ্যে চুক্তি হয়। ওয়ালটন মোবাইলের চিফ বিজনেস অফিসার (সিবিও) এসএম রেজওয়ান আলম এবং এসএসএল ওয়্যারলেসের হেড অব বিজনেস ডেভেলপমেন্ট তুষার হাসান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ালটন মোবাইলের এক্সিকিউটিভ ডিরেক্টর আদনান আফজাল, ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর (রিসার্চ অ্যান্ড ইনোভেশন) শামীম ইসলাম, অ্যাডিশনাল এক্সিকিউটিভ ডিরেক্টর (বিজনেস ইন্টেলিজেন্ট) রেজাউল হাসান, ডেপুটি অপারেটিভ ডিরেক্টর মাহবুব-উল-হাসান (মিলটন) এবং সোহানা পারভীন, সিনিয়র অ্যাডিশনাল ডিরেক্টর আবু সাঈদ মিলন, এসএসএল ওয়্যারলেসের বিজনেস ডেভেলপমেন্ট বিভাগের পার্টনার ম্যানেজমেন্ট লিড এসএম. আশরাফুল হক, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নাজমুল ইসলাম এবং ডেপুটি ম্যানেজার চন্দন কুমার প্রমুখ।

এই চুক্তির ফলে এসএসএল ওয়্যারলেসের মাধ্যমে ওয়ালটন মোবাইলের গ্রাহকদের ব্রেকিং নিউজ, ক্রিকেট আপডেট, হাদিস, কৌতুক, স্বাস্থ্য পরামর্শ, রূপচর্চা পরামর্শ, মিডিয়া গসিপ, টিপস, বিভিন্ন গেমস ইত্যাদি সেবা দেয়া হবে। প্রাথমিকভাবে ওয়ালটন ফিচার ফোন ব্যবহারকারীরা এই সুবিধা পাবেন। পর্যায়ক্রমে স্মার্টফোন ব্যবহারকারীদের জন্যও এসব সুবিধা চালু করবে ওয়ালটন।

এ প্রসঙ্গে ওয়ালটন মোবাইলের সিবিও এসএম রেজওয়ান আলম বলেন, ওয়ালটন সবসময় সর্বোচ্চ গ্রাহক সেবা দিয়ে আসছে। এরই প্রেক্ষিতে ইন্টারনেট সংযোগ না থাকলেও গ্রাহকরা যাতে সর্বশেষ সংবাদের আপডেটসহ বিভিন্ন সেবা পেতে পারেন সেজন্য এসএসএল ওয়্যারলেসের সঙ্গে যৌথ উদ্যোগ নেয়া হয়েছে। ফলে ওয়ালটন মোবাইলের গ্রাহকরা এসএসএসের মাধ্যমে জরুরি সংবাদসহ নানা শিক্ষামূলক এবং বিনোদনধর্মী কনটেন্ট পাবেন।

বিডি প্রেসরিলিস / ১৮ জানুয়ারি ২০২২ /এমএম  


LATEST POSTS
এসিআই ফুডস অ্যান্ড কমোডিটি ব্র্যান্ডস-এর নতুন চিফ বিজনেস অফিসার

Posted on নভেম্বর ৩rd, ২০২৪

ডিবিএল সিরামিকস এবং এডিসন রিয়েল এস্টেটের মধ্যে চুক্তি

Posted on নভেম্বর ৩rd, ২০২৪

এনবিএ’এর আয়োজনে সংবাদ উপস্থাপকদের নিয়ে কর্মশালা

Posted on নভেম্বর ৩rd, ২০২৪

রূপায়ণ সিটি ও মিটাস মেডিকেলের মধ্যে চুক্তি স্বাক্ষর

Posted on অক্টোবর ৩০th, ২০২৪

ওয়ালটনের ১২০ কিমি রেঞ্জের নতুন ই-বাইক

Posted on অক্টোবর ৩০th, ২০২৪

ওয়ালটন ফ্রিজ কিনে ২০ লাখ টাকা পেলেন মোটরশ্রমিক রানা

Posted on অক্টোবর ৩০th, ২০২৪

স্তন ক্যান্সার সচেতনতায় প্রাভা হেলথের ‘পিঙ্ক টুগেদার’

Posted on অক্টোবর ৩০th, ২০২৪

দেশের প্রতিটি পরিবার হোক আয়োডিনের অভাবমুক্ত

Posted on অক্টোবর ২৭th, ২০২৪

ওয়ালটন ফ্রিজ কিনে ২০ লাখ টাকা পেলেন মোটরশ্রমিক রানা

Posted on অক্টোবর ২৭th, ২০২৪

ওয়ালটন পণ্য কিনে ২০ লাখ টাকা পাওয়ার সুযোগ

Posted on অক্টোবর ১৩th, ২০২৪