নিজস্ব প্রতিবেদক :: গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্সের ডিজিটাল মান্থলি সেভিংস প্ল্যান প্রচার কেন্দ্র করে নতুন ইজিলাইফ অ্যাপ-এ চলছে বিশ্বকাপের চরম উত্তেজনাময় ইজিলাইফ ক্রিকেট ম্যানিয়া। দেশজুড়ে হাজারো প্রতিযোগীর ভিড়ে প্রতিদিন কুইজে সর্বোচ্চ পয়েন্ট অর্জন করে অনেকেই জিতে নিয়েছেন বাংলাদেশ দলের জার্সি।
পুরস্কার বিতরণী অনুষ্ঠান যেখানে দশজন বিজয়ীদের হাতে জার্সি তুলে দিলেন জি.এল.আই.এল ব্যবস্থাপনা কমিটির সদস্যরা। বিশ্বকাপ ক্রিকেটের এই কুইজ প্রতিযোগিতা চলবে টুর্নামেন্ট শেষ হওয়া পর্যন্ত।
প্লেস্টোর থেকে সহজেই ইজিলাইফ অ্যাপ ডাউনলোড করে অংশ নেয়া যাবে এই কুইজে এবং প্রতিদিন থাকছে বাংলাদেশ দলের জার্সি জেতার সুযোগ। এছাড়া, টুর্নামেন্ট শেষে সর্বোচ্চ পয়েন্ট অর্জনকারী জিতে নেবেন একজন সঙ্গীসহ থাইল্যান্ডে যাওয়ার সুবর্ণ সুযোগ।
এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান গার্ডিয়ান লাইফ ইন্সুরেন্স লিমিটেড-এর ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সি.ই.ও; এম. এম. মনিরুল আলম, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ সাজ্জাদুল করিম; হেড অব মার্কেটিং অ্যান্ড কমিউনিকেশন্স, রুবাইয়াত সালেহিন; হেড অব ডিজিটাল চ্যানেল, ইয়াছিন আরাফাত এবং প্রতিষ্ঠানের আরও অনেক ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
বিডি প্রেস রিলিস / ২ জুলাই ২০১৯ /এমএম
Posted on ফেব্রুয়ারি ৬th, ২০২৫
Posted on ফেব্রুয়ারি ৬th, ২০২৫
Posted on জানুয়ারি ৮th, ২০২৫
Posted on জানুয়ারি ১st, ২০২৫
Posted on ডিসেম্বর ৩rd, ২০২৪
Posted on ডিসেম্বর ৩rd, ২০২৪
Posted on নভেম্বর ২৬th, ২০২৪
Posted on নভেম্বর ২৬th, ২০২৪
Posted on নভেম্বর ১৭th, ২০২৪
Posted on নভেম্বর ১৭th, ২০২৪