নিজস্ব প্রতিবেদক :: দেশের আসবাব শিল্পের শীর্ষস্থানীয় ব্র্যান্ড ব্রাদার্স ফার্নিচারের নতুন শোরুম কুষ্টিয়ার থানা পাড়ায় উদ্বোধন করা হয়েছে। শোরুম উদ্বোধন করেন ব্রাদার্স ফার্নিচার লিমিটেডের হেড অব মার্কেটিং অ্যান্ড সেলস মোহাম্মদ মনিরুল ইসলাম বখ্শী।
এ সময় কুষ্টিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাষ্ট্রির পরিচালক,এস এম কাদ্বেরী শাকিল, সাবেক পরিচালক মো. রফিকুল ইসলাম, ব্রাদার্স ফার্নিচার লিমিটেডের জুনিয়র সহকারী মানেজার (মার্কেটিং অ্যান্ড সেলস) মো. মাহমুদ জামান রাজু, কুষ্টিয়া শো-রুমের এসোসিয়েট মো. তৌফিক হাসান রুমেলসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ব্রাদার্স ফার্নিচারের এ শোরুমে হোম ফার্নিচার অফিস ফার্নিচার সহ সকল ধরনের মনলোভা ফার্নিচার পাওয়া যাবে। নতুন শো-রুম উদ্বোধন উপলক্ষে ৫-১৫% নগদ ছাড় পাবেন ক্রেতারা। এই অফারটি চলবে ২৯ জুন থেকে ২৯ জুলাই পর্যন্ত। ক্রেতারা ব্রাদার্স অ্যাপেই পাবেন প্রয়োজনীয় সব ধরনের তথ্য।
বিডি প্রেস রিলিস / ১১ জুলাই ২০১৯ /এমএম
Posted on সেপ্টেম্বর ১০th, ২০২৪
Posted on সেপ্টেম্বর ৫th, ২০২৪
Posted on সেপ্টেম্বর ৫th, ২০২৪
Posted on সেপ্টেম্বর ৫th, ২০২৪
Posted on সেপ্টেম্বর ৫th, ২০২৪
Posted on সেপ্টেম্বর ৫th, ২০২৪
Posted on সেপ্টেম্বর ৫th, ২০২৪
Posted on সেপ্টেম্বর ৪th, ২০২৪
Posted on সেপ্টেম্বর ৩rd, ২০২৪
Posted on সেপ্টেম্বর ৩rd, ২০২৪