Follow us

আরএফএল বেস্ট বাই

pran

নিজস্ব প্রতিবেদক :: গৃহস্থালি প্লাস্টিক পণ্যের সর্ববৃহৎ রিটেইল চেইনশপ ‘আরএফএল বেস্ট বাই’র ১৭২টি শোরুম এখন ঢাকাসহ দেশের ২৬টি জেলায় চালু রয়েছে। আগামী বছর নাগাদ শোরুমের সংখ্যা তিনশ ছাড়িয়ে যাবে বলে আশা প্রকাশ করেন চেইনশপটির চিফ ইনচার্জ রাহাত জাহান শামীম।

তিনি জানান, আরএফএল’র সব পণ্য যাতে একই ছাদের নিচে পাওয়া যায় সে লক্ষ্যে বেস্ট বাই’র যাত্রা শুরু ২০১১ সালের অক্টোবরে। ক্রেতাদের চাহিদাসাপেক্ষে দেশের বিভিন্ন অঞ্চলে দ্রুত ছড়িয়ে পড়ছে আরএফএল বেস্ট বাই। এছাড়া নতুন নতুন পণ্য যুক্ত হচ্ছে জনপ্রিয় এই চেইনশপে। সম্প্রতি যুক্ত হয়েছে কসমেটিকস, ফুটওয়্যার ও মোবাইল এক্সেসরিজ। সবমিলিয়ে বেস্ট বাই-এ মিলছে তিন হাজারের বেশি পণ্য।

বেস্ট বাই এর ব্রান্ড ম্যানেজার দেওয়ান মো. মেহেদী হাসান বলেন, ক্রেতারা চাইলে ডেবিট ও ক্রেডিট কার্ডের মাধ্যমে পণ্যের দাম পরিশোধ করতে পারেন। এছাড়া ১৬টি নির্দিষ্ট ব্যাংকের ক্রেডিট কার্ডধারীরা শূন্য শতাংশ সুদে তিন মাসে এবং সুদসহ ১২ মাসের কিস্তিতে পণ্যের মূল্য পরিশোধ করতে পারেন।

তিনি আরও জানান, শিগগিরই বেস্ট বাই ক্রেতাদের জন্য মেম্বারশিপ সুবিধা চালু করতে যাচ্ছে। ফলে ক্রেতারা পণ্য কেনাকাটায় নানা ধরনের সুবিধা ও ছাড় পাবেন। এছাড়া ক্রেতারা অনলাইনেও পণ্যের অর্ডার করতে পারবেন।

প্রাণ-আরএফএল গ্রুপের পরিচালক (বিপণন) কামরুজ্জামান কামাল জানান, পণ্যের বৈচিত্র্যে ও গুণগত মানের কারণে মাত্র ছয় বছরে ক্রেতাদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে চেইনশপটি। দেশের সব মানুষ আরএফএল’র পণ্য সহজে ও সাশ্রয়ী দামে কিনতে পারেন সে লক্ষ্যে অচিরেই সব জেলায় এবং পর্যায়ক্রমে উপজেলাগুলোয় বেস্ট বাই’র শোরুম চালু করা হবে।

বেস্ট বাই’র শোরুমগুলো প্রতিদিন সকাল সাড়ে ৯টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত খোলা থাকে।

(বিডি প্রেস রিলিস/০৭অক্টোবর/এসএম)


LATEST POSTS
ঢাকা-১৮ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিলেন খসরু চৌধুরী

Posted on ডিসেম্বর ১st, ২০২৩

ফরিদপুর-১ আসনের উন্নয়ন নিয়ে আরিফুর রহমান দোলনের ইতিবাচক ভাবনা

Posted on নভেম্বর ৩০th, ২০২৩

প্রিমিয়ার ব্যাংকের গুলশান এভিনিউ শাখার শুভ উদ্বোধন

Posted on নভেম্বর ২৯th, ২০২৩

আলফাডাঙ্গা-বোয়ালমারীতে আরিফুর রহমান দোলনের পক্ষে গণজোয়ার, স্বতন্ত্র প্রার্থী হতে জোর দাবি

Posted on নভেম্বর ২৭th, ২০২৩

১২ জিবি র‍্যামের নতুন অসাম স্মার্টফোন আইটেল এ৭০

Posted on নভেম্বর ২৩rd, ২০২৩

নতুন দুই মডেলের মনিটর বাজারে ছাড়লো ওয়ালটন

Posted on নভেম্বর ২১st, ২০২৩

বায়োজিন কসমেসিউটিক্যালের সেবা ‘মাইন্ড কেয়ার সল্যুশন’

Posted on নভেম্বর ২১st, ২০২৩

ডাচ বাংলা’র টায়ার ফোর ডাটা সেন্টার বাস্তবায়ন করবে স্মার্ট টেক

Posted on নভেম্বর ২০th, ২০২৩

‘ডায়নামিক পেডোগ্রাফ ডিভাইস’ আনল এপেক্স

Posted on নভেম্বর ১৬th, ২০২৩

দারাজ ১১.১১-এর উৎসবের আমেজে মেতে ছিলেন বাংলাদেশের ২৯ লক্ষাধিক ক্রেতা

Posted on নভেম্বর ১৩th, ২০২৩