Follow us

আরএফএল বেস্ট বাই

pran

নিজস্ব প্রতিবেদক :: গৃহস্থালি প্লাস্টিক পণ্যের সর্ববৃহৎ রিটেইল চেইনশপ ‘আরএফএল বেস্ট বাই’র ১৭২টি শোরুম এখন ঢাকাসহ দেশের ২৬টি জেলায় চালু রয়েছে। আগামী বছর নাগাদ শোরুমের সংখ্যা তিনশ ছাড়িয়ে যাবে বলে আশা প্রকাশ করেন চেইনশপটির চিফ ইনচার্জ রাহাত জাহান শামীম।

তিনি জানান, আরএফএল’র সব পণ্য যাতে একই ছাদের নিচে পাওয়া যায় সে লক্ষ্যে বেস্ট বাই’র যাত্রা শুরু ২০১১ সালের অক্টোবরে। ক্রেতাদের চাহিদাসাপেক্ষে দেশের বিভিন্ন অঞ্চলে দ্রুত ছড়িয়ে পড়ছে আরএফএল বেস্ট বাই। এছাড়া নতুন নতুন পণ্য যুক্ত হচ্ছে জনপ্রিয় এই চেইনশপে। সম্প্রতি যুক্ত হয়েছে কসমেটিকস, ফুটওয়্যার ও মোবাইল এক্সেসরিজ। সবমিলিয়ে বেস্ট বাই-এ মিলছে তিন হাজারের বেশি পণ্য।

বেস্ট বাই এর ব্রান্ড ম্যানেজার দেওয়ান মো. মেহেদী হাসান বলেন, ক্রেতারা চাইলে ডেবিট ও ক্রেডিট কার্ডের মাধ্যমে পণ্যের দাম পরিশোধ করতে পারেন। এছাড়া ১৬টি নির্দিষ্ট ব্যাংকের ক্রেডিট কার্ডধারীরা শূন্য শতাংশ সুদে তিন মাসে এবং সুদসহ ১২ মাসের কিস্তিতে পণ্যের মূল্য পরিশোধ করতে পারেন।

তিনি আরও জানান, শিগগিরই বেস্ট বাই ক্রেতাদের জন্য মেম্বারশিপ সুবিধা চালু করতে যাচ্ছে। ফলে ক্রেতারা পণ্য কেনাকাটায় নানা ধরনের সুবিধা ও ছাড় পাবেন। এছাড়া ক্রেতারা অনলাইনেও পণ্যের অর্ডার করতে পারবেন।

প্রাণ-আরএফএল গ্রুপের পরিচালক (বিপণন) কামরুজ্জামান কামাল জানান, পণ্যের বৈচিত্র্যে ও গুণগত মানের কারণে মাত্র ছয় বছরে ক্রেতাদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে চেইনশপটি। দেশের সব মানুষ আরএফএল’র পণ্য সহজে ও সাশ্রয়ী দামে কিনতে পারেন সে লক্ষ্যে অচিরেই সব জেলায় এবং পর্যায়ক্রমে উপজেলাগুলোয় বেস্ট বাই’র শোরুম চালু করা হবে।

বেস্ট বাই’র শোরুমগুলো প্রতিদিন সকাল সাড়ে ৯টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত খোলা থাকে।

(বিডি প্রেস রিলিস/০৭অক্টোবর/এসএম)


LATEST POSTS
সিটিও ফোরাম ইনোভেশন হ্যাকাথনের নিবন্ধন শুরু

Posted on আগস্ট ১৩th, ২০২২

LEED Gold স্বীকৃতি পেলো বেঙ্গল প্লাস্টিকস

Posted on আগস্ট ১৩th, ২০২২

নারী উদ্যোক্তাদের প্রশিক্ষণ দিল আইপিডিসি

Posted on আগস্ট ১৩th, ২০২২

কেনাকাটায় স্বাচ্ছন্দ্য দিতে ‘সারা’ দিচ্ছে ৫০% মূল্যছাড়

Posted on আগস্ট ১১th, ২০২২

ওয়ালটনের তৈরি সিসিটিভি সিস্টেমের পণ্যের উদ্বোধন

Posted on আগস্ট ৯th, ২০২২

বঙ্গমাতার জন্মদিনে ২৫০০ নারীর ‘উপায়’ অ্যাকাউন্টে প্রধানমন্ত্রীর উপহার

Posted on আগস্ট ৯th, ২০২২

দারাজের শপাম্যানিয়া ক্যাম্পেইনে ক্রেতাদের জন্য দারুণ সব ডিল

Posted on আগস্ট ৯th, ২০২২

ঢাকা-ব্যাংকক রুটে পুনরায় ফ্লাইট চালাবে ইউএস বাংলা

Posted on আগস্ট ৭th, ২০২২

জেক্সকা হেলথকেয়ার কমপ্লেক্সকে আইপিডিসি’র ৩ লাখ টাকার অনুদান

Posted on আগস্ট ৭th, ২০২২

‘অর্জন ও বিজয়োল্লাস’-এর বিজয়ী ডিএসওদের সম্মাননা প্রদান করল ‘নগদ’

Posted on আগস্ট ৭th, ২০২২