Follow us

আমার আইডি আমার নিরাপত্তা

 

নিজস্ব প্রতিবেদক :: সামাজিক যোগাযোগ মাধ্যমের নিরাপত্তা ও সাইবার ক্রাইম বিষয়ে সচেতনতা তৈরিতে আমার আইডি, আমার নিরাপত্তা শীর্ষক ক্যাম্পেইন শুরু হয়েছে।

ব্ল্যাকবোর্ড ও ক্রাইম রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস ফাউন্ডেশনের (ক্রাফ) যৌথ উধ্যোগে মঙ্গলবার (৭ আগস্ট) বনানীর একটি রেস্টুরেন্টে বছরব্যাপী এই ক্যাম্পেইনের ঘোষণা দেওয়া হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্রাফের সভাপতি জেনিফার আলম, ফ্যাশন ব্লগারদের সংগঠন ম্যাবের প্রতিষ্ঠাতা সদস্য নম্রতা খান, মডেল আজরা মাহমুদ, ক্যাম্পেইনের আহ্বায়ক শাখাওয়াত আলম রনো ও প্রযুক্তি বিশেষজ্ঞ সাইমুম রেজা পিয়াস।

বিডি প্রেসরিলিস / ০৮ আগস্ট ২০১৯/এমএম