নিজস্ব প্রতিবেদক :: দেশের অন্যতম প্রধান লাইফস্টাইল ব্র্যান্ড আড়ংয়ে চলছে ফাল্গুন/২২ ক্যাম্পেইন। ক্যাম্পেইন চলাকালীন সময়ে আড়ং এবং তাগা ও তাগা ম্যান পণ্য কিনে ক্রেতাগণ গোযায়ান এবং রেডিসন ব্লু এর সৌজন্যে আকর্ষণীয় অফার উপভোগ করতে পারবেন।
এই বছরের ফাল্গুন কালেকশনে রয়েছে আরামদায়ক সুতি কিংবা সিল্কের তৈরি সালোয়ার কামিজ, কুর্তা, শাড়ি, পাঞ্জাবি সহ বাচ্চাদের পোশাক এর দারুণ সমাহার। আর এই অসাধারন কালেকশন আরও পরিপূর্ণ হবে যখন কেউ পোশাকের সঙ্গে সামঞ্জস্য রেখে ডিজাইন করা রুপা, মুক্তা, বা ফ্যাশন অলংকারের নেকলেস সেট, কানের দুল, আঙুলের আংটি কিংবা কারুকাজ করা হাতব্যাগ বেছে নিবেন।
ফাল্গুন/২২ কালেকশনটি আড়ংয়ের সকল আউটলেট aarong.com এবং আড়ং অ্যাপে পাওয়া যাচ্ছে। আড়ং এখন aarong.com এর মাধ্যমে অস্ট্রেলিয়া, জার্মানি, সিঙ্গাপুর, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র এবং সংযুক্ত আরব আমিরাতে ডেলিভারি করছে।
এই বছরের ফাল্গুন ক্যাম্পেইনের অন্যতম প্রধান উদ্দেশ্য হল দেশীয় এবং আন্তর্জাতিক ফ্যাশন ট্রেন্ডের সঙ্গে সামঞ্জস্য রেখে বৃহৎ আকারে ফাল্গুন উদযাপনে গ্রাহকদের উৎসাহিত করা। ক্যাম্পেইন চলবে ১৪ ফেব্রুয়ারি ২০২২ পর্যন্ত।
বিডি প্রেসরিলিস / ০৯ ফেব্রুয়ারি ২০২২ /এমএম
Posted on ফেব্রুয়ারি ৪th, ২০২৩
Posted on ফেব্রুয়ারি ২nd, ২০২৩
Posted on জানুয়ারি ২৬th, ২০২৩
Posted on জানুয়ারি ২৪th, ২০২৩
Posted on জানুয়ারি ১৮th, ২০২৩
Posted on জানুয়ারি ১৭th, ২০২৩
Posted on জানুয়ারি ৮th, ২০২৩
Posted on জানুয়ারি ৮th, ২০২৩
Posted on জানুয়ারি ৬th, ২০২৩
Posted on জানুয়ারি ৫th, ২০২৩