নিজস্ব প্রতিবেদক :: স্যামসাং মোবাইল বাংলাদেশ একটি জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে আজ বৃহস্পতিবার স্যামসাং গ্যালাক্সি এস৯ প্লাস উন্মোচন এবং প্রি-অর্ডার ঘোষণা করতে যাচ্ছে। এস৯ প্লাস এর এই প্রি অর্ডার ৮ মার্চ থেকে ২৮ মার্চ পর্যন্ত চলবে। অনুষ্ঠানটি আজ ৮ মার্চ সন্ধ্যায় ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি) এক্সপো জোনে অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে গ্যালাক্সি এস৯ প্লাস উন্মোচন করা ছাড়াও থাকছে এক্সপেরিএন্স জোন, শাফিন আহমেদ (মাইলস) এর সংগীত পরিবেশনা, রিদি শেখ ও তার দলের নৃত্য পরিবেশনা এবং থাকছে আরো অনেক আকর্ষণীয় আয়োজন।
অনুষ্ঠানের অংশগ্রহণ করার জন্য গ্রাহকদের ফেসবুক থেকে গ্যালাক্সি এস৯ প্লাসের লঞ্চ ইভেন্ট পেজে গিয়ে একটি ফ্রি লিংকের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে হবে।
এই প্রসঙ্গে স্যামসাং মোবাইল বাংলাদেশের হেড অব মোবাইল মূয়ীদুর রহমান বলেন, আমরা সব সময়ই চেষ্টা করি গ্রাহকদের উদ্ভাবনী পণ্য উপহার দিতে যা গ্রাহকদের সাহায্য করবে বর্তমান ডিজিটাল পরিবেশের সঙ্গে তাল মিলিয়ে চলতে। গ্যালাক্সি এস৯ প্লাস স্যামসাংয়ের ফ্ল্যাগশিপ লাইনের একটি অসাধারণ স্মার্টফোন যা এই গ্র্যান্ড অনুষ্ঠানের মাধ্যমে উন্মোচন করা হবে।
(বিডি প্রেস রিলিস/৭ মার্চ/এসএম)
Posted on আগস্ট ১৩th, ২০২২
Posted on আগস্ট ১৩th, ২০২২
Posted on আগস্ট ১৩th, ২০২২
Posted on আগস্ট ১১th, ২০২২
Posted on আগস্ট ৯th, ২০২২
Posted on আগস্ট ৯th, ২০২২
Posted on আগস্ট ৯th, ২০২২
Posted on আগস্ট ৭th, ২০২২
Posted on আগস্ট ৭th, ২০২২
Posted on আগস্ট ৭th, ২০২২