Follow us

আগের চেয়ে ভালো ব্যবসা করছে বাংলালিংক

 

নিজস্ব প্রতিবেদক :: অনেক দিন পর ভালো একটি সময় পার করছে দেশের তৃতীয় মোবাইল অপারেটর বাংলালিংক।চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে অপারেটরটির গ্রাহকের কথা বলার পরিমাণ বেড়েছে। বেড়েছে ডেটা খরচের পরিমাণও। ফলে তার ইতিবাচক প্রভাব আছে আয়ের ক্ষেত্রেও।

চলতি বছরের প্রথম ছয় মাসে অপারেটরটির আয় ৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে। বেড়েছে গ্রাহক প্রতি মাসিক আয়ও। আর আগের বছরের এপ্রিল-জুন প্রান্তিক ধরলে এই বছরের একই প্রান্তিকে মোট আয় প্রায় সাড়ে ৫ শতাংশ বেড়ে হয়েছে এক হাজার ১৫৩ কোটি ৬৭ লাখ টাকা।অপারেটরটি বলছে, নেটওয়ার্কের মান উন্নয়নের ওপর গুরুত্ব দিয়ে গত এক বছরে অনেক টাকা বিনিয়োগ করেছেন তারা। আর একটু দেরিতে হলেও এর ফল পেতে শুরু করেছে।

২০১৬ সালের শেষ দিকে রবি এবং এয়ারটেল একীভূত হওয়ার পর গ্রাহকের বিবেচনায় তিন নম্বরে নেমে যায় বাংলালিংক সেই সময় থেকেই নানামুখী চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছিল। তার মধ্যে কম স্পেকট্রাম থাকা ছিল তাদের জন্যে বড় সমস্যা। ২০১৮ সালের ফ্রেব্রুয়ারিতে আরও সাড়ে দশ মেগাহার্ডজ স্পেকট্রাম কেনা এবং নেটওয়ার্কে আরও কিছু বিনিয়োগ করার পর থেকেই ঘুরে দাঁড়াতে শুরু করে অপারেটরটি।

জুন শেষে অপারেটরটির কাছে এখন কার্যকর গ্রাহক রয়েছে তিন কোটি ২৯ লাখ ৭১ হাজার। যার মধ্যে দুই কোটি দশ লাখ ইন্টারনেটের সঙ্গে সংযুক্ত। এপ্রিল-জুন এই তিন মাসে মোবাইল ডেটা বেচে তারা আয় করেছে ২২৫ কোটি ৩৭ লাখ টাকা, যার আগের বছরের একই সময়ের তুলনায় ২৭ দশমিক ৯২ শতাংশ বেশি।গত বছরের এই সময়টিতে বাংলালিংকের একেকজন ইন্টারনেট গ্রাহক যখন মাসে ৬৮৪ মেগাবাইট করে ডেটা ব্যবহার করেছেন, সেখানে এ বছর জুনের পর সেটি প্রায় দ্বিগুন হয়ে উঠে এসেছে এক হাজার ২৫০ মেগাবাইটে।ভয়েস কলের আয়ও তাদের আগের চেয়ে বেড়েছে।

তাতে তাদের গ্রাহক গড় প্রতি আয় মাসে দাঁড়িয়েছে ১১৪ টাকা। যেটি এক বছর আগেও ছিল ১১১ টাকা।সাম্প্রতিক সময়টা ভালো কাটালেও সামনের দিনে বাংলালিংকসহ গোটা মোবাইল টেলিকম খাতই ঝুঁকির মুখে পড়বে বলে মনে করছেন তারা। আর এক্ষেত্রে পাস হওয়া ২০১৮-১৯ অর্থ বছরের বাজেটে সিম ট্যাক্স একশ টাকা থেকে বাড়িয়ে দুইশ টাকা করা এবং স্মার্টফোনের আমদানির শুল্ক বাড়ানোকে কারণ হিসেবে বলছে অপারেটরটি।

বিডি প্রেস রিলিস / ০১ আগস্ট ২০১৯ /এমএম


LATEST POSTS
শহীদ ফায়ার ফাইটারদের পরিবারের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ

Posted on নভেম্বর ২৭th, ২০২৫

শিগগিরই উদ্বোধন হতে যাচ্ছে হোটেল ‘বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস্’

Posted on অক্টোবর ১৬th, ২০২৫

ফাউন্ডারস কমিউনিটি ক্লাবের নতুন নির্বাহী কমিটি ঘোষণা

Posted on আগস্ট ১৯th, ২০২৫

ক্যানন বিজনেস সেন্টার উদ্বোধন হলো ঢাকায়

Posted on মে ২৮th, ২০২৫

এপেক্স রিওয়ার্ডস মেম্বারের মাইলফলক উদযাপন

Posted on মে ১৭th, ২০২৫

ডাবর বাংলাদেশের ধামরাই কারখানায় সৌরশক্তি প্রকল্পের অগ্রযাত্রা

Posted on মে ১৭th, ২০২৫

বিশ্ব আলো দিবসে খুশির আলো ছড়ানোর প্রত্যয়ে আকিজ এলইডি লাইট

Posted on মে ১৭th, ২০২৫

‘রুটস অফ এ্যালিগ্যান্স’ থিমে সারা’র ঈদ পোশাক

Posted on মে ১৫th, ২০২৫

পামপের সহযোগিতায় সহজ কিস্তিতে স্মার্টফোন দিচ্ছে বাংলালিংক

Posted on মে ১৫th, ২০২৫

উন্মোচিত হলো টফি’র নতুন প্ল্যাটফর্ম

Posted on মে ১৫th, ২০২৫