নিজস্ব প্রতিবেদক :: শুরু হয়েছে চতুর্থ ফুড অ্যান্ড এগ্রো বাংলাদেশ ইন্টারন্যাশনাল এক্সপো ২০১৯। নগরীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় ২৭ মার্চ বুধবার শুরু হয়েছে এটি। চলবে ৩০ মার্চ পর্যন্ত। প্রতিদিন সকাল সাড়ে ১০টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত।
৪র্থ ফুড অ্যান্ড এগ্রো বাংলাদেশ ইন্টারন্যাশনাল এক্সপোর পাশাপাশি প্রদর্শনীতে ‘৪র্থ পোলট্রি অ্যান্ড লাইভস্টক বাংলাদেশ ইন্ট্যারন্যাশনাল এক্সপো-২০১৯’, ‘৪র্থ এগ্রো কেমিক্যাল বাংলাদেশ এক্সপো-২০১৯’ এবং ‘ইন্টারন্যাশনাল প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং এক্সপো-২০১৯’ অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। প্রদর্শনীগুলো পর্যন্ত সবার জন্য উন্মুক্ত। এতে কোনো প্রবেশমূল্য নেই।
ফুড অ্যান্ড এগ্রো বাংলাদেশ ইন্টারন্যাশনাল এক্সপো বাংলাদেশের খাদ্য শিল্পের একমাত্র আন্তর্জাতিক বৃহত্তম প্রদর্শনী। প্রদর্শনীতে খাদ্য, পানীয়, কৃষি ও বনজ পণ্য, বিভিন্ন ধরনের যন্ত্রাংশ, পোলট্রি পণ্যসামগ্রী, লাইভস্টক, মৎস্য ও কৃষিপণ্যসহ প্রয়োজনীয় সেবা প্রদর্শন করা হবে।
এক্সপোর একটি ভিডিও দেখুন এই লিংকে: https://www.facebook.com/mycanvasworld/videos/278400923107599/?t=1
বিডি প্রেস রিলিস/২৯ মার্চ ২০১৯/ এমএম
Posted on ডিসেম্বর ৩rd, ২০২৪
Posted on ডিসেম্বর ৩rd, ২০২৪
Posted on নভেম্বর ২৬th, ২০২৪
Posted on নভেম্বর ২৬th, ২০২৪
Posted on নভেম্বর ১৭th, ২০২৪
Posted on নভেম্বর ১৭th, ২০২৪
Posted on নভেম্বর ১৭th, ২০২৪
Posted on নভেম্বর ৩rd, ২০২৪
Posted on নভেম্বর ৩rd, ২০২৪
Posted on নভেম্বর ৩rd, ২০২৪