নিজস্ব প্রতিবেদক :: রাজধানীর পান্থপথের বসুন্ধরা সিটিতে পাওয়া যাচ্ছে মধ্যবিত্তের জনপ্রিয় ব্র্যান্ড আইলাইফ ল্যাপটপ। বসুন্ধরা সিটির লেভেল ৫, ব্লক ডি, সুমেশ টেকে (দোকান নং ৬৮-৬৯) পাওয়া যাবে আইলাইফের সবচেয়ে সাশ্রয়ী দামের ল্যাপটপ জেড এয়ার।
১৪ ইঞ্চি এইচডি ডিসপ্লের এই ল্যাপটপটিতে রয়েছে পাওয়ারফুল ইন্টেল কোয়াড কোর প্রসেসর এবং জেনুইন উইন্ডোজ ১০ অপারেটিং সিষ্টেম। ৩২ জিবি ইন্টারনাল স্টোরেজ প্রয়োজনে ১২৮ জিবি পর্যন্ত বাড়ানো যাবে। ১০ হাজার এমএএইচ ব্যাটারি সাত থেকে আট ঘণ্টা ব্যাকআপ দিবে।
এই বাজেট ল্যাপটপটি দিয়ে আপনার প্রয়োজনীয় সব ধরনের কাজ করা যাবে। মাইক্রোসফট অফিস, অটো ক্যাড ও ফটোশপ সাপোর্ট করে। অফিসের গুরুত্বপূর্ণ ইমেইল, প্রেজেন্টেশন, দ্রুতগতির ইন্টারনেট ব্রাউজিং, এইচডি মুভি দেখাসহ হালকা ও মাঝারি ধরনের কাজ করা যাবে।
১.২৫ কেজি ওজনের এই স্লিম ল্যাপটপটি সহজে বহনযোগ্য। আকর্ষণীয় ডিজাইনের এই ল্যাপটপটি সিলভার কালারে পাওয়া যাচ্ছে। দুবাই থেকে সরাসরি আমদানি করা ল্যাপটপটির সাথে থাকছে ফ্রি ব্যাগ। আইলাইফের প্রতিটি পণ্যের সাথে আপনি পাচ্ছেন ১ বছরের ব্র্যান্ড ওয়ারেন্টি!
আইলাইফ পণ্যের বাংলাদেশ কান্ট্রি ম্যানেজার নাসির উদ্দিন বলেন, তথ্য প্রযুক্তির এই যুগে ল্যাপটপ কার না লাগে? স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় পড়াশোনা শেষ করে সবাই চাকরি খোঁজে। আপনি জানেন কি বাংলাদেশে বেশির ভাগ নিয়োগকারী প্রতিষ্ঠান অনলাইনে চাকরির বিজ্ঞাপন দেয়। অনলাইনে চাকরি খোঁজার জন্য আপনার প্রয়োজন একটা ল্যাপটপ যা দিয়ে আপনি অনায়েসে পছন্দের চাকরি খুঁজে নিতে পারবেন। ভাবছেন চল্লিশ, পঞ্চাশ হাজার টাকার ল্যাপটপ এই কর্মহীন জীবনে কোথায় থেকে আসবে? আপনার স্বপ্নপূরণের জন্য আমেরিকার ব্র্যান্ড আইলাইফে দিচ্ছে মাত্র ১৬ হাজার ৪৯৯ টাকায় ১৪ ইঞ্চি ব্র্যান্ড নিউ ল্যাপটপ।
(বিডি প্রেস রিলিস/৪ মে ২০১৮/এসএম)
Posted on মার্চ ২৫th, ২০২৩
Posted on মার্চ ২৫th, ২০২৩
Posted on মার্চ ১৫th, ২০২৩
Posted on মার্চ ১৫th, ২০২৩
Posted on মার্চ ১২th, ২০২৩
Posted on মার্চ ৯th, ২০২৩
Posted on মার্চ ৯th, ২০২৩
Posted on মার্চ ৯th, ২০২৩
Posted on ফেব্রুয়ারি ২৭th, ২০২৩
Posted on ফেব্রুয়ারি ২৭th, ২০২৩